চাপে থাকা ভালভেরদের পাশে মেসি-সুয়ারেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2020 05:10 PM BdST Updated: 10 Jan 2020 07:17 PM BdST
চলতি মৌসুমে দলের অধারাবাহিক পারফরম্যান্সে বার্সেলোনায় কোচ এরনেস্তো ভালভেরদের শেষ দেখছিলেন অনেকেই। স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে হারের পর চাপ বেড়েছে আরও। তবে কঠিন সময়ে শিষ্যদের পাশে পাচ্ছেন এই স্প্যানিয়ার্ড। অধিনায়ক লিওনেল মেসি ও অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেস জানিয়েছেন, কোচের প্রতি পুরো আস্থা আছে দলের।
সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার সুপার কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-২ গোলে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসি ও অঁতোয়ান গ্রিজমানের গোলে এগিয়ে গিয়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ দিকে হজম করে দুই গোল।
চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরে যথাক্রমে রোমা ও লিভারপুলের বিপক্ষে হেরে ছিটকে যাওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল ভালভেরদের অবস্থান নিয়ে। আর এবার লিগে প্রতিপক্ষের মাঠে বাজে পারফরম্যান্সে জোরালো হয়েছে প্রশ্ন। এরই মধ্যে লিগে আথলেতিক বিলবাও, গ্রানাদা ও লেভান্তের কাছে হারতে হয়েছে।
নতুন বছরে দুই ম্যাচ খেলে এখনও জয়শূন্য কাতালান ক্লাবটি। গত শনিবার লিগে এস্পানিওলের মাঠে শেষ দিকে গোল খেয়ে ২-২ ড্র করেছিল ভালভেরদের দল। আতলেতিকোর বিপক্ষে ম্যাচের আগে ভালভেরদেকে দুয়ো দেয় বার্সেলোনা সমর্থকরা। কিন্তু মেসির দাবি, কোচের পাশে আছেন খেলোয়াড়রা।
“হ্যাঁ, কোচের ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে।”
ভালভেরদেকে ঘিরে গড়ে ওঠা অনিশ্চয়তাকে ফুটবলের অংশ বলেই মনে করেন মেসি।
“এটি স্বাভাবিক যে একটা হারের পর অনেক কথা বলা হবে। যখন আমরা লক্ষ্য পূরণ করতে পারব না বা যেমনটা খেলি তেমনটা খেলতে পারব না, তখন সমালোচনা হবে।”
মেসির সঙ্গে একমত সুয়ারেসও। কোচ ভালভেরদের কোনো দোষ দেখছেন না উরুগুয়ের এই ফরোয়ার্ড। কোচ নিজে তার ওপর থাকা চাপ নিয়ে সচেতন। একই সঙ্গে এসবে তিনি অভ্যস্ত বলেও জানিয়েছেন।
“সব কোচই কঠোর পরিশ্রম করে ও নিজেদের সর্বোচ্চটা দেয়। আমরা জানি, ফুটবল খেলাটা কেমন। যখন আপনি হারবেন, তখন সবসময়ই একটা অনিশ্চয়তা থাকে। আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি শুধু নিজের কাজে মনোযোগ দেই।”
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
-
বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সেমি-ফাইনালের আশা শেষ
-
৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস