আফ্রিকার বর্ষসেরা লিভারপুলের মানে

আফ্রিকা মহাদেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2020, 10:54 AM
Updated : 8 Jan 2020, 10:54 AM

মিশরে মঙ্গলবার কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে লিভারপুলের এই তারকার হাতে ২০১৯ সালের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা হওয়ার পথে তিন জনের তালিকায় থাকা ক্লাব সতীর্থ মোহামেদ সালাহ ও ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজকে পেছনে ফেলেন মানে।

গত মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল ২৭ বছর বয়সী মানের। সব প্রতিযোগিতা মিলে করেন ৩০ গোল।

চলতি মৌসুমে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে করেছেন ১৫ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত গতিতে ছুটছে লিভারপুলও। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা লেস্টার সিটির চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে আছে মানের দল।

সেনেগালের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন মানে। এর আগে ২০০১ সালে দেশটির এল হাজি দিউফ আফ্রিকার সেরা হয়েছিলেন। গত দুই বছরও সেরার লড়াইয়ে সেরা তিনে ছিলেন মানে। দুবারই পুরস্কারটি জেতেন সালাহ।