আজারের পর ছিটকে গেলেন বেল-বেনজেমা

স্প্যানিশ সুপার কাপের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে আগে থেকেই নেই তারকা ফরোয়ার্ড এদেন আজার। এবারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আক্রমণভাগের বাকি দুই অভিজ্ঞ খেলোয়াড় গ্যারেথ বেল ও করিম বেনজেমা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2020, 04:25 PM
Updated : 6 Jan 2020, 04:25 PM

দুটি ভিন্ন বিবৃতিতে দুজনের ছিটকে পড়ার খবর নিশ্চিত করে রিয়াল। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা বেনজেমা। আর অসুস্থতার কারণে নেই বেল। তারা কবে মাঠে ফিরতে পারেন, তা নিয়ে কিছু জানানো হয়নি।

নতুন আঙ্গিকে এবার দেশের বাইরে হবে স্প্যানিশ সুপার কাপ। বুধবার প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া। পর দিন দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। ১২ জানুয়ারি হবে ফাইনাল। সব ম্যাচই হবে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে।

গেতাফের বিপক্ষে গত শনিবার বছরে রিয়ালের প্রথম ম্যাচের একাদশে ছিলেন বেল ও বেনজেমা দুজনেই। ৩-০ গোলে ম্যাচটি জিতেছিল জিনেদিন জিদানের দল।