রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিল এস্পানিওল

প্রথমার্ধে সাদামাটা ফুটবল খেলা বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। তবে শেষ দিকে দারুণ এক গোলে লা লিগা চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে এস্পানিওল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 09:55 PM
Updated : 4 Jan 2020, 10:36 PM

আরসিডিই স্টেডিয়ামে শনিবার রাতে ২-২ ড্র করে ফিরেছে শেষ ১৫ মিনিট ১০ জন নিয়ে খেলা এরনেস্তো ভালভেরদের দল।

মূল্যবান দুটি পয়েন্ট হারালেও লিগ টেবিলের শীর্ষে ফিরেছে কাতালান ক্লাবটি। দুইয়ে নেমে গেছে আগের ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারানো রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথম ভাগে বার্সেলোনা বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণগুলো ছিল অগোছালো। মাঝমাঠেও বেশ ভুগতে দেখা যায় দলটিকে।

লা লিগায় এস্পানিওলের বিপক্ষে গোলের পর লিওনেল মেসি, লুইস সুয়ারেসদের উচ্ছ্বাস। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-২ ড্র করে বার্সেলোনা। ছবি: রয়টার্স

২৩তম মিনিটে গোল খেয়ে বসে তারা। ডান দিক থেকে মার্ক রোকার দারুণে ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার দাভিদ লোপেস। জায়গায় দাঁড়িয়ে দেখেন মার্ক-আন্ড্রে টের স্টেগেনের চোটে বার্সেলোনার জার্সিতে লা লিগায় প্রথম খেলতে নামা গোলরক্ষক নেতো।

বিরতির আগের শেষ পাঁচ মিনিটে বার্সেলোনার স্বরূপে ফেরার আভাস মেলে। ভালো দুটি সুযোগও পেয়েছিল; তবে কাজে লাগাতে পারেনি তারা। ৪১তম মিনিটে মেসির দুর্বল হেডের পর লুইস সুয়ারেসের শট পোস্টে বাধা পায়।

দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাসী শুরু করা বার্সেলোনা ৫০তম মিনিটে সমতায় ফেরে। বাঁ দিক থেকে জর্দি আলবার বাড়ানো ক্রসে টোকা দিয়ে কাছের পোস্ট দিয়ে বল লক্ষ্যে পাঠান সুয়ারেস। আসরে উরুগুয়ের স্ট্রাইকারের এটি একাদশ গোল।

আট মিনিট পর বার্সেলোনার এগিয়ে যাওয়া গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুয়ারেসের। ডি-বক্সে ক্ষিপ্রতায় একজনকে এড়িয়ে চিপ করে ডান দিকে বল বাড়ান তিনি। হেডে বল ঠিকানায় পাঠান ইভান রাকিতিচের বদলি নামা আর্তুরো ভিদাল।

প্রথমার্ধে অনুজ্জ্বল মেসি ৬৫তম মিনিটে মাঝমাঠ থেকে বল পায়ে আক্রমনে উঠে রক্ষণচেরা পাস বাড়ান ডি-বক্সে। গোলরক্ষক বরাবর মেরে সুযোগ নষ্ট করেন সুয়ারেস।

৭৫তম মিনিটে কাইয়েরির জার্সি টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্রেংকি ডি ইয়ং। এর খানিক পরেই ফরোয়ার্ড গ্রিজমানকে বসিয়ে ডিফেন্ডার নেলসন সেমেদোকে নামান কোচ ভালভেরদে। এরপরও আক্রমণাত্মক খেলতে থাকে তারা। তবে পায়নি সাফল্যের দেখা।

উল্টো ৮৮তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে পয়েন্ট হারায়। ডান দিক থেকে কোনাকুনি শটে স্কোরলাইন ২-২ করেন চাইনিজ ফরোয়ার্ড উ লেই।

১৯ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে রিয়াল।

দিনের আরেক ম্যাচে লেভান্তেকে ২-১ গোলে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে উঠছে আতলেতিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে সেভিয়া।