বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের গ্রুপে ফিলিস্তিন

বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের আরেক প্রতিপক্ষ শ্রীলংকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 09:01 AM
Updated : 4 Jan 2020, 06:33 PM

শনিবার বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র অনুষ্ঠিত হয়। ছয় দলের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে রয়েছে বুরুন্ডি, সিশেলস ও মরিসাস।

আগামী ১৫ জানুয়ারী শুরু হবে মুজিববর্ষের এই আয়োজন।

সবশেষ ২০১৮ সালে প্রতিযোগিতার পঞ্চম আসরে তাজিকিস্তানকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন। ফিফার র‌্যাঙ্কিংয়ে ছয় দলের মধ্যে সবচেয়ে এগিয়ে তারাই, ১০৬তম।

আগের পাঁচ আসরের মধ্যে ২০১৫ সালে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হওয়া বাংলাদেশের সর্বোচ্চ পাওয়া। ২০১৬ ও ২০১৮ সালে শেষ চারে হেরে বিদায় নিয়েছিল দল।