স্প্যানিশ সুপার কাপে খেলতে পারবেন না আজার

চোটের কারণে আসন্ন স্প্যানিশ সুপার কাপে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড এদেন আজার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2020, 04:04 PM
Updated : 3 Jan 2020, 04:04 PM

এবারে নতুন আঙ্গিকে দেশের বাইরে হবে স্প্যানিশ সুপার কাপ। আট জানুয়ারি প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া। পর দিন দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। ১২ জানুয়ারি হবে ফাইনাল। সব ম্যাচই হবে সৌসি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে।

শনিবার লিগে গেতাফের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে রিয়াল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আজারের চোটের সবশেষ অবস্থা তুলে ধরেন কোচ জিনেদিন জিদান।

“আজার স্প্যানিশ সুপার কাপ থেকে ছিটকে গেছে। আশা করি, দ্রুত সে ফিরবে।”

নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে পিএসজির বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান আজার। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র করে আসরের নক আউট পর্বের টিকেট নিশ্চিত করে রিয়াল।