ইউনাইটেডকে হারিয়ে কক্ষপথে ফেরার আভাস আর্সেনালের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2020 03:54 AM BdST Updated: 02 Jan 2020 04:10 AM BdST
পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান ধরে রেখে দুর্দান্ত এক জয়ে নতুন বছরে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছে মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে স্বাগতিক আর্সেনাল। তিন দিন আগে চেলসির বিপক্ষে ঘরের মাঠেই অনেকটা সময় এগিয়ে থেকে শেষ দিকে দুই গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরেছিল ‘গানার্স’ নামে পরিচিত দলটি। এবার আর ভুল করেনি তারা।
সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে শেষ ১৬ ম্যাচে তাদের এটি মাত্র দ্বিতীয় জয়। নতুন কোচ আর্তেতার অধীনে তৃতীয় ম্যাচে এসে জয় পেল দলটি। আর লিগে টানা দুই জয়ের পর ফের হারল উলে গুনার সুলশারের দল।
ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে পথচলা আর্সেনালের প্রথমার্ধের পারফরম্যান্স ছিল বেশ গোছালো। অষ্টম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। সেয়াদ কোলাশিনাচের কাটব্যাকে বল প্রতিপক্ষের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান নিকোলা পেপে। আট গজ দূর থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণেও চাপ বাড়ায় ম্যাচে ফিরতে মরিয়া ইউনাইটেড। কিন্তু ব্যবধান কমাতে পারেনি তারা।
আসরে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ৬ জয় ও ৯ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠল আর্সেনাল।
১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে জেতা লেস্টার সিটি ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। দুই ম্যাচ বেশি খেলেছে তারা।
দিনের আরেক ম্যাচে এভারটনকে ২-১ গোলে হারিয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টারের সমান ২১ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৬।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল