দশকের শীর্ষ গোলদাতা মেসি

জাতীয় দলের হয়ে কাটেনি সাফল্য খরা, তবে ক্লাব ফুটবলে সেই আগের মতোই অপ্রতিরোধ্য লিওনেল মেসি। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এনে দিয়েছেন শিরোপার স্বাদ। আর ব্যক্তিগত অর্জনের বিচারে, গোলের প্রশ্নে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে তিনি। গত দশ বছরে ক্লাবের হয়ে লিগে গোলের যত রেকর্ড, সবই প্রায় তার দখলে। এমনকি গোল করানোতেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ধারেকাছে নেই কেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 12:13 PM
Updated : 1 Jan 2020, 12:13 PM

গত দশকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা (সেরা ১০):

গোল সংখ্যা

খেলোয়াড়

৩৬৯

লিওনেল মেসি

৩৩৫

ক্রিস্তিয়ানো রোনালদো

২২৩

এদিনসন কাভানি

২২১

রবের্ত লেভানদোভস্কি

২১০

লুইস সুয়ারেস

১৯৯

সের্হিও আগুয়েরো

১৯১

গনসালো হিগুয়াইন

১৮৩

পিয়েরে এমরিক আউবেমায়াং

১৭৭

জ্লাতান ইব্রাহিমভিচ

১৫৫

করিম বেনজেমা

গত দশকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ সংখ্যক গোলে সহায়তা (সেরা ১০):

গোলে সহায়তা

খেলোয়াড়

১৩৬

লিওনেল মেসি

১০৮

আনহেল দি মারিয়া

১০৬

মেসুত ওজিল

১০৩

টমাস মুলার

৯৫

ক্রিস্তিয়ানো রোনালদো

৯৪

দাভিদ সিলভা

৯৩

দিমিত্রি পায়েত

৯৩

কেভিন ডে ব্রুইনে

৯০

লুইস সুয়ারেস

৮৯

সেস ফাব্রেগাস

গত দশকে ইউরোপের শীর্ষ ৫ লিগে সরাসরি ফ্রি-কিকে গোল (সেরা ৫):

৩৪

লিওনেল মেসি

২০

ক্রিস্তিয়ানো রোনালদো

১৬

মিরালেম পিয়ানিচ

১৩

ফ্রান্সেসকো লোদি

১২

আন্দ্রেয়া পিরলো

  • গত ১০ বছরে সবচেয়ে বেশি ২৪টি ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন মেসি, দ্বিতীয় সর্বোচ্চ ২১টি পেয়েছেন রোনালদো।
  • ক্লাবের হয়ে শীরোপা জয়েও এগিয়ে ফুটবল জাদুকর। তার ২৩ শিরোপার বিপরীতে ২০ বার জেতেন রোনালদো।