জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ।
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার ফাইনালে বিজিবি ৩১-১৭ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারায়।
প্রথমার্ধে জয়ী দল ২০-৭ গোলে এগিয়ে ছিল। জয়ী দলের সোহাগ হোসেন ৮টি গোল করেন। তাজু হাসান ৯টি গোল করলেও রানার্সআপ হয় পুলিশ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রবিউল আওয়াল প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।