কক্ষপথে ফিরতে ‘পরিশ্রম ও প্রার্থনা’ করতে হবে সিটিকে

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় মুকুট ধরে রাখার আশা অনেকটাই শেষ হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। শিরোপা লড়াই নতুন করে জমিয়ে তুলতে কঠোর পরিশ্রম করা এবং আরও ভালো খেলার পাশাপাশি প্রার্থনা করতে হবে বলে মনে করেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 10:01 AM
Updated : 1 Jan 2020, 10:01 AM

লিগে শেষ পাঁচ ম্যাচে দুটিসহ মৌসুমে এখন পর্যন্ত মোট পাঁচ ম্যাচে হেরেছে সিটি। অন্যদিকে, এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে এগিয়ে চলেছে লিভারপুল। ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে তারা। এক ম্যাচ বেশি খেলা সিটির অর্জন ৪১ পয়েন্ট।

বুধবার ঘরের মাঠে নিজেদের পরের ম্যাচে এভারটনের মুখোমুখি হবে গুয়ার্দিওলার দল। দলের সবাই ফিট থাকলে লিভারপুলকে চ্যালেঞ্জ জানানো সম্ভব বলে মনে করেন স্প্যানিশ এই কোচ।

কক্ষপথে ফিরতে কী করতে হবে এমন প্রশ্নের জবাবে গুয়ার্দিওলা বলেন, “কঠোর পরিশ্রম করতে হবে, আরও ভালো খেলতে হবে এবং প্রার্থনা করতে হবে।”

“আমরা সবসময় তাই করতে পারি যা আমাদের করার সুযোগ আছে। কিন্তু কিছু বিষয় আছে, যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।”

“লিভারপুলের মতো দুর্দান্ত একটা দল এখন পর্যন্ত যা করেছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।”

অন্য বিষয় বলতে কী বোঝাচ্ছেন এমন প্রশ্নের জবাবে গুয়ার্দিওলা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ও সিটির চোটে পড়া খেলোয়াড়দের কথা উল্লেখ করেন।