টাইব্রেকারে জিতে সেমিতে বসুন্ধরা কিংস

শুরুতে এগিয়ে গেলো বসুন্ধরা কিংস। শেষ দিকে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তুলল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অতিরিক্ত সময়েও পার্থক্য গড়ে দিতে পারেনি কেউ। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠল বসুন্ধরা কিংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 03:31 PM
Updated : 31 Dec 2019, 03:31 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৪-১ গোলে জিতে বসুন্ধরা।

বসুন্ধরার বখতিয়ার দুইশবেকভ, নিকোলাস দেলমন্তে, আতিকুর রহমান ফাহাদ ও দেনিয়েল কলিনদ্রেস সোলেরা গোল করেন। নোরিতো ও তরিকুলের শট ফিরিয়ে টাইব্রেকারে বসুন্ধরার জয়ের নায়ক গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

দিনের অপর কোয়ার্টার-ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ পুলিশ এফসি। আগামী শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে পুলিশের মুখোমুখি হবে বসুন্ধরা।

দুই ফরোয়ার্ডের বোঝাপড়ায় তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মতিন মিয়ার কাটব্যাকের পর ফাঁকায় থাকা জালাল কুদো অনায়াসে জাল খুঁজে নেন।

সপ্তদশ মিনিটে সোলেরার বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে কেউ টোকা দিতে পারেননি। ৩৮তম মিনিটে তারিকুলের শট অনেকটা লাফিয়ে ফিস্ট করে মুক্তিযোদ্ধা সংসদকে বঞ্চিত করেন গোলরক্ষক আনিসুর।

৫৭তম মিনিটে নিকোলাসের ছোট ফ্রি কিকের পর সোলেরার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। একটু পর পল এমিলির শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে মুক্তিযোদ্ধা সংসদের।

খেলার ধারার বিপরীতে ৭৬তম মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। থ্রো ইনের পর ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগান মেহেদী হাসান। বখতিয়ারদের সামনে বল বিপদমুক্ত করার যথেষ্ট সময় থাকলেও কেউ কাজে লাগাতে পারেননি।

অতিরিক্ত সময়ে দ্বিতীয় অর্ধের দশম মিনিটে বসুন্ধরার আর্জেন্টাইন ডিফেন্ডার দেলমন্তের শট দুরের পোস্টে লেগে ফিরে। এরপর ফিরতি শট লক্ষ্যে রাখতে ব্যর্থ সোলেরা।

আগামী বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।