সাইফকে উড়িয়ে সেমিতে পুলিশ

প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়াল বাংলাদেশ পুলিশ এফসি। এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি সাইফ স্পোর্টিংয়ের। দারুণ জয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছে পুলিশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 11:39 AM
Updated : 31 Dec 2019, 01:58 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে ৩-১ ব্যবধানে জিতেছে পুলিশ।

৩০তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় পুলিশ। ডি বক্সের ভেতর থেকে সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড এমএস বাবলু।

সমতায় ফিরতে মরিয়া সাইফ স্পোর্টিং পায়নি কাঙ্ক্ষিত গোলের নাগাল। উল্টো প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে নেয় পুলিশ। সতীর্থের ব্যাক পাসের পর ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন সিডনি রিভেইরা।

৫২তম মিনিটে সার্বিয়া মন্টেনেগ্রোর ফরোয়ার্ড লুকা রতকোভিচের বাড়ানো ক্রস দারুণ টোকায় জালে জড়িয়ে স্কোরলাইন ৩-০ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড সিডনি।

দুই মিনিট পর ম্যাচে ফেরা গোলের দেখা পায় সাইফ। বাঁ পায়ের দারুণ ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন কিরগিজস্তানের ফরোয়ার্ড মুরোলিমঝোন আখমেদোভ।

৭০তম মিনিটে দেইনের আন্দ্রেস করদোবার শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় সাইফকে। বাকিটা সময় পুলিশের রক্ষণে চাপ দিলেও শেষ রক্ষা হয়নি তাদের।