সেমি-ফাইনালে মোহামেডান

দুই গোলে পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনী ঘুরে দাঁড়াতে পারেনি। দারুণ জয় নিয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 02:33 PM
Updated : 30 Dec 2019, 02:49 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতেছে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হওয়া মোহামেডান।

দ্বাদশ মিনিটে রাকিব হোসেনের বাড়ানো বলে আলতো টোকা দেওয়ার কাজটুকু করতে পারেননি চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ।

২৫তম মিনিটে সতীর্থের থ্রু বল ধরে ইকবালজন বিপদমুক্ত করতে ব্যর্থ হলে প্লেসিং শটে মোহামেডানকে এগিয়ে নেন শাহেদ হোসেন। ৩০তম মিনিটে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে।

চার্লস দিদিয়েরের ৩৮তম মিনিটের শট ফেরান গোলরক্ষক মোহাম্মদ নেহাল। মোহামেডানও দুই গোলে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল মোহামেডান। কিন্তু ৭৪তম মিনিটে দিয়াবাতের শট পোস্টে লেগে ফিরে।
সোমবার প্রথম কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতার পর টাইব্রেকারে আবাহনী লিমিটেডকে ৪-৩ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।