‘চ্যাম্পিয়ন’ আবাহনীকে ছিটকে দিয়ে সেমিতে রহমতগঞ্জ

অতিরিক্ত সময়ের গোলে এগিয়ে গেল আবাহনী লিমিটেড। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিও ঘুরে দাঁড়িয়ে জমিয়ে তুলল ম্যাচ। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠল রহমতগঞ্জ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 12:43 PM
Updated : 30 Dec 2019, 12:57 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার প্রথম কোয়ার্টার-ফাইনালের নির্ধারণী সময় গোলশূন্য সমতার পর অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতার পর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। শুটআউটে প্রতিযোগিতার গত তিন আসরের চ্যাম্পিয়ন আবাহনীকে ৪-৩ গোলে হারায় রহমতগঞ্জ।

টাইব্রেকারে আবাহনীর নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা ও নাসিরউদ্দিন চৌধূরী লক্ষ্যভেদ করেন। কেরভেন্স ফিলস বেলফোর্ট ও সানডে চিজোবার শট ফেরান গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। রহমতগঞ্জের দিদারুল আলম, তুরায়েভ আকোবির, নাদিম মাহমুদ লিমন, আকপোপভ আসরোরোভ লক্ষ্যভেদ করেন।

শুরু থেকে রহমতগঞ্জের রক্ষণে চাপ দিতে থাকা আবাহনীর চিজোবা গোলরক্ষক লিটনকে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ। গায়ে মেরে নষ্ট করেন সুবর্ণ সুযোগ।

সপ্তদশ মিনিটে বেলফোর্টের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাইরে মেরে দলকে আবারও হতাশ করেন গত প্রিমিয়ার লিগে ২০ গোল করা চিজোবা।

দ্বিতীয়ার্ধেও সুযোগ নষ্টের মিছিলে ছিল আবাহনী। ৬৫তম মিনিটে জীবনের বাড়ানো বল ধরে ডি-বক্সের বাইরে থেকে চিজোবার নেওয়া শট সরাসরি গোলরক্ষকের কাছে যায়। একটু পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মেইলসন আলভেসের ব্যাকভলি বাইরের জাল কাঁপায়।

৮০তম মিনিটে সানোয়ার হোসেনের শট শেষ মুহূর্তে ঝাঁপিয়ে শহীদুল আলম সোহেল ফেরালে রহমতগঞ্জের ভালো একটি সুযোগ নষ্ট হয়। এরপর আবাহনীর জীবনের চিপ শট দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক।

৮৫তম মিনিটে আবাহনীর হতাশা আরও বাড়ে। বেলফোর্ট টোকা দিয়ে তুলে দেওয়ার পর আলভেসের ব্যাক ভলি গোললাইন থেকে ফেরান তাজিকিস্তানের ডিফেন্ডার আসরোরোভ।

অতিরিক্ত সময়ের প্রথম অর্ধের চতুর্থ মিনিটে গোলের অপেক্ষা ফুরোয় আবাহনীর। আলভেসের লং বল প্রথম ছোঁয়ার নামিয়ে জোরালো ভলিতে জাল খুঁজে নেন বেলফোর্ট। দ্বিতীয় অর্ধের শেষ মুহূর্তে এনামুল ইসলাম গাজী দারুণ হেডে সমতা ফেরান। ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। দারুণ জয় তুলে নেয় রহমতগঞ্জ।