ম্যানচেস্টার ইউনাইটেডের টানা দ্বিতীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই অর্ধের দুই গোলে বার্নলিকে হারিয়েছে প্রতিযোগিতাটির সফলতম দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2019, 09:58 PM
Updated : 28 Dec 2019, 09:58 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ইউনাইটেডের ২-০ ব্যবধানে জয়ে গোল দুটি করেন অঁতনি মার্সিয়াল ও মার্কাস র‌্যাশফোর্ড।

ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে আধিপত্য করা ইউনাইটেড ৪৪তম মিনিটে এগিয়ে যায়। প্রতিপক্ষের ডিফেন্ডার চার্লি টেইলরের ভুলের সুযোগে সতীর্থের বাড়ানো বল ধরে অনায়াসে গোলটি করেন মার্সিয়াল।

গত সপ্তাহে ‘বক্সিং ডে’-তে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানে জয়ে জোড়া গোল করেছিলেন ফরাসি এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন র‌্যাশফোর্ড। পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড। নিউক্যাসলের বিপক্ষে দলের তৃতীয় গোলটি করেছিলেন তিনি। 

মৌসুমজুড়ে বারবার ছন্দ হারানো উলে গুনার সুলশারের দলের এবারের লিগে এটি তৃতীয় ‘অ্যাওয়ে’ জয়। ২০ ম্যাচে মোট আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে তারা। ১ পয়েন্ট কম নিয়ে ছয়ে আছে টটেনহ্যাম হটস্পার। এক ম্যাচ কম খেলা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের পয়েন্টও তাদের সমান ৩০।

১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারানো লেস্টার সিটি ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ১৯ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি। চারে থাকা চেলসির পয়েন্ট ১৯ ম্যাচে ৩২।

১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে আর্সেনাল।