উত্তর বারিধারাকে হারাল মোহামেডান

উত্তর বারিধারা ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2019, 11:40 AM
Updated : 28 Dec 2019, 12:32 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-০ গোলে জিতে মোহামেডান। আগের দুই ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করা দলটি ৫ পয়েন্ট নিয়ে কোয়ার্টার-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।

৪ করে পয়েন্ট শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদের। টানা তিন হারে এ প্রতিযোগিতা থেকে ছিটকে গেলো উত্তর বারিধারা। এর আগে মুক্তিযোদ্ধা সংসদ ও শেখ রাসেলের কাছে হেরেছিল তারা।

প্রথমার্ধের অষ্টম মিনিটে সুলেমানে দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। উত্তর বারিধারার এক খেলোয়াড়ের ব্যক পাস থেকে বল পেয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন মালির এই ফরোয়ার্ড। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ২০০৯ সালে সর্বশেষ এই শিরোপা জেতা দলটি।

৫৫তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দিয়াবাতের লক্ষ্যভ্রষ্টের চেষ্টা ব্যর্থ হলে ব্যবধান দ্বিগুণ হয়নি। ৭৬তম মিনিটে কর্নারে মোহমেডানের স্ট্যানলি আমাদির হেড ক্রস বারে লেগে ফিরে।

শেষ দিকে ব্যবধান দ্বিগুণের সেরা সুযোগ নষ্ট হয় মোহামেডানের। গোলরক্ষকে একা পেয়ে দুই দফা তার গায়ে মারার পর দিয়াবাতের তৃতীয় শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।