শেখ জামালকে বিদায় করে শেষ আটে সাইফ

প্রতিযোগিতায় টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না কোনো দলেরই। শেষদিকে দুই গোল করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে দিল সাইফ স্পোর্টিং ক্লাব। এই জয়ে গ্রুপ সেরা হয়ে ফেডারেশন কাপের শেষ আটে পৌঁছাল সাইফ। বিদায় নিল শেখ জামাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2019, 02:38 PM
Updated : 27 Dec 2019, 02:38 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ‘সি’ গ্রুপে দুই দলের ম্যাচে ৩-১ ব্যবধানে জেতে সাইফ।

নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ১-১ ড্র করেছিল শেখ জামাল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় শেখ জামাল। দ্রুতই সমতা ফেরান সাইফের ইয়াসিন আরাফাত। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ফুটবল উপহার দেয় দুই দল।

বিরতির পরই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছে দুই দল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মিলছিল না।

শেষ দিকে স্পট কিক থেকে সাইফকে এগিয়ে নেন জাহাঙ্গির এরগাসেভ। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ায় তারা।

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে সাইফের পয়েন্ট ৪। দুই ড্রয়ে ২ পয়েন্ট গ্রুপ রানার্সআপ রহমতগঞ্জের। এক ড্র ও এক হারে শেখ জামালের অর্জন ১ পয়েন্ট।