নতুন কোচের অধীনেও পুরানো আর্সেনাল

কোচ বদলেও খারাপ সময় থেকে বের হতে পারেনি আর্সেনাল। মিকেল আর্তেতার অধীনে নিজেদের প্রথম ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 05:18 PM
Updated : 26 Dec 2019, 05:18 PM

বোর্নমাউথের মাঠে বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে ইংলিশ মিডফিল্ডার ড্যান গসলিংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে হার এড়ায় সফরকারীরা।

এ নিয়ে টানা চার ম্যাচ জয়হীন রইল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলে শেষ ১৪ ম্যাচে তাদের জয় মাত্র একটি। আগের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল এভারটনের মাঠে।

ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল। তবে বোর্নমাউথের শক্ত রক্ষণে গিয়ে বার বার মুখ থুবড়ে পড়ে তাদের আক্রমণগুলো। লক্ষ্যে প্রথম শট রাখতেই তাদের কেটে যায় এক ঘণ্টা। পুরো ম্যাচে লক্ষ্য রাখতে পেরেছে কেবল দুটি শট।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বোর্নমাউথ। গোলরক্ষক বের্নড লেনোর দৃঢ়তায় সুযোগটা কাজে লাগাতে পারেননি রায়ান ফ্রেজার। ৩৫তম মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। সতীর্থের বাড়ানো বল ধরে কাছ থেকে লক্ষ্যভেদ করেন গসলিং।

৬৩তম মিনিটে আউবামেয়াংয়ের গোলে সমতায় ফেরে আর্সেনাল। ডি বক্সে সতীর্থের বাড়ানো বলে ডান পায়ের শটে লিগ মৌসুমে নিজের দ্বাদশ গোলটি করেন গ্যাবনের এই স্ট্রাইকার।

১৯ ম্যাচে পাঁচটি করে জয় ও হারে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার দশে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে হারে চেলসি।