নতুন কোচের অধীনেও পুরানো আর্সেনাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2019 11:18 PM BdST Updated: 26 Dec 2019 11:18 PM BdST
কোচ বদলেও খারাপ সময় থেকে বের হতে পারেনি আর্সেনাল। মিকেল আর্তেতার অধীনে নিজেদের প্রথম ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ড্র করেছে তারা।
বোর্নমাউথের মাঠে বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে ইংলিশ মিডফিল্ডার ড্যান গসলিংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে হার এড়ায় সফরকারীরা।
এ নিয়ে টানা চার ম্যাচ জয়হীন রইল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলে শেষ ১৪ ম্যাচে তাদের জয় মাত্র একটি। আগের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল এভারটনের মাঠে।
ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল। তবে বোর্নমাউথের শক্ত রক্ষণে গিয়ে বার বার মুখ থুবড়ে পড়ে তাদের আক্রমণগুলো। লক্ষ্যে প্রথম শট রাখতেই তাদের কেটে যায় এক ঘণ্টা। পুরো ম্যাচে লক্ষ্য রাখতে পেরেছে কেবল দুটি শট।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বোর্নমাউথ। গোলরক্ষক বের্নড লেনোর দৃঢ়তায় সুযোগটা কাজে লাগাতে পারেননি রায়ান ফ্রেজার। ৩৫তম মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। সতীর্থের বাড়ানো বল ধরে কাছ থেকে লক্ষ্যভেদ করেন গসলিং।
৬৩তম মিনিটে আউবামেয়াংয়ের গোলে সমতায় ফেরে আর্সেনাল। ডি বক্সে সতীর্থের বাড়ানো বলে ডান পায়ের শটে লিগ মৌসুমে নিজের দ্বাদশ গোলটি করেন গ্যাবনের এই স্ট্রাইকার।
১৯ ম্যাচে পাঁচটি করে জয় ও হারে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার দশে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে হারে চেলসি।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম