বেতন দেওয়ায় শীর্ষে বার্সেলোনা

মূল দলের খেলোয়াড়দের বেতন দেওয়ার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। গ্লোবাল স্পোর্টস স্যালারিজের ওপর হওয়া এক সমীক্ষায় কাতালান দলটির পরই আছে আরেক স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2019, 01:36 PM
Updated : 23 Dec 2019, 01:36 PM

এ বছরের তালিকায় সেরা দশের সাতটি স্থানই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) ক্লাবগুলোর দখলে। ১২টি দেশের ১৮টি শীর্ষ লিগের ৩৫০টি ক্লাবের মূল দল পরিচালনার খরচের ওপর জরিপটি চালায় স্পোর্টিং ইন্টেলিজেন্স।
 
মূল দলের খেলোয়াড়দের মূল বেতনের জন্য এই মৌসুমে বার্সেলোনার গড় খরচ ৯৮ লাখ পাউন্ড। যা লা লিগা চ্যাম্পিয়নদের গত বছরের (১ কোটি ৫ লাখ পাউন্ড) খরচের চেয়ে সামান্য কম। বেতনের একটা বড় অংশ পান দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ইমেজিং স্বত্বসহ আর্জেন্টাইন ফরোয়ার্ডের বার্ষিক মূল বেতন ৫ কোটি পাউন্ডের বেশি।
 
খেলোয়াড়দের মূল বেতন দেওয়ায় দুইয়ে থাকা রিয়ালের গড় খরচ ৮৯ লাখ পাউন্ড। তালিকায় তিনে আছে গত বছর ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে টানা ইতালির ক্লাব ইউভেন্তুস।
 
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আছে তালিকার ত্রয়োদশ স্থানে। তাদের গড় খরচ ৬৯ লাখ পাউন্ড। সিটির ঠিক উপরে আছে পিএসজি। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমারের দলকে এ বছর গুণতে হয়েছে গড়ে ৭১ লাখ পাউন্ড।
 
গবেষণায় আরও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার নিরিখে যুগ্মভাবে শীর্ষে আছে লা লিগা ও প্রিমিয়ার লিগ।