মিলানের জালে আতালান্তার গোল উৎসব

এসি মিলানের বিপক্ষে যেন গোল উৎসবে মেতেছিল আতালান্তা। ম্যাচের পর দলের খেলার কড়া সমালোচনা করেছেন এসি মিলান কোচ স্তেফানো পিওলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2019, 05:29 PM
Updated : 22 Dec 2019, 05:29 PM

সেরি আয় রোববার নিজে মাঠে ৫-০ গোলে উড়ে যায় মিলান। ১৯৯৮ সালের পর এই প্রথম এত বড় ব্যবধানে হারাল দলটি। ২১ বছর আগে রোমার কাছে সর্বশেষ পাঁচ গোলের ব্যবধানে হেরেছিল মিলান।

আতালান্তার গোল উৎসবের শুরু দশম মিনিটে; আলেহান্দ্রে গোমেসের লক্ষ্যভেদের মধ্য দিয়ে। পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা মিলান দাঁড়াতেই পারেনি দ্বিতীয়ার্ধে। দলটি হজম করে চার গোল!

৬১তম মিনিটে পাসালিচ ব্যবধান দ্বিগুণ করার পর লিসিচের জোড়া গোলে মিলান কোণঠাসা হয়ে পড়ে। ৮৩তম মিনিটে আরেক গোল হজম করে বড় হার নিয়ে ফিরে দলটি।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচ পিওলি সমালোচনা করলেন মিলানের খেলোয়াড়দের।

“এটা প্রকৃত মিলান হতে পারে না। আজকে আমাদের পারফরম্যান্স ছিল ভীষণ অপর্যাপ্ত। দ্বিতীয়ার্ধে দলের কাছে আমি একটা প্রতিক্রিয়া চেয়েছিলাম কিন্তু সেটা আসেনি। এমনকি দ্বিতীয়ার্ধে আমরা আরও জঘন্য খেলেছি।”