তলানির দল ওয়াটফোর্ডের মাঠে হারল ম্যানইউ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2019 10:01 PM BdST Updated: 22 Dec 2019 11:41 PM BdST
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মাঠে জয়ের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এভারটনের বিপক্ষে পয়েন্ট হারানোর পর এবারে হেরে গেছে টেবিলের তলানির দল ওয়াটফোর্ডের বিপক্ষে।
প্রতিপক্ষের মাঠে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে হারে উলে গুনার সুলশারের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ইউনাইটেড। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম হার।
প্রিমিয়ার লিগে আগের ১২ দেখায় ১১ বারই ওয়াটফোর্ডকে হারিয়েছিল ইউনাইটেড। চলতি মৌসুমে লিগে আগের ১৭ ম্যাচে ওয়াটফোর্ডের জয় ছিল্ মাত্র একটি। প্রতিপক্ষের জালে ৯ বার বল জড়ানো দলটি হজম করেছিল ৩২টি গোল। এ দিন মাঠের লড়াইয়ে ছিল না এসবের কোনো প্রতিফলন।
গোলশূন্য প্রথমার্ধে লক্ষ্যে থাকেনি ইউনাইটেডের কোনো শট। উল্লেখযোগ্য কোনো পরিকল্পিত আক্রমণও করতে পারেনি প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
বিরতির পর গোলরক্ষক দাভিদ দে হেয়ার বাজে ভুলে প্রথম গোল হজম করে সফরকারীরা। ৫০তম মিনিটে ইসমালিয়া সারের ভলি স্প্যানিশ গোলরক্ষক বরাবর এলেও বল ধরতে তালগোল পাকান তিনি। দুই হাতের ফাঁক দিয়ে তার মুখে লেগে বল জড়ায় জালে। চার মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ট্রয় ডিনি।
১৮ ম্যাচে ছয় জয় ও সাত ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে রয়েছে ইউনাইটেড। অষ্টাদশ রাউন্ডে এসে দ্বিতীয় জয়ের দেখা পাওয়া ওয়াটফোর্ডের অর্জন ১২ পয়েন্ট। নরিচ সিটির সঙ্গে গোল পার্থক্যে পিছিয়ে তলানিতেই অবশ্য রয়েছে তারা।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ