তলানির দল ওয়াটফোর্ডের মাঠে হারল ম্যানইউ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2019 10:01 PM BdST Updated: 22 Dec 2019 11:41 PM BdST
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মাঠে জয়ের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এভারটনের বিপক্ষে পয়েন্ট হারানোর পর এবারে হেরে গেছে টেবিলের তলানির দল ওয়াটফোর্ডের বিপক্ষে।
প্রতিপক্ষের মাঠে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে হারে উলে গুনার সুলশারের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ইউনাইটেড। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম হার।
প্রিমিয়ার লিগে আগের ১২ দেখায় ১১ বারই ওয়াটফোর্ডকে হারিয়েছিল ইউনাইটেড। চলতি মৌসুমে লিগে আগের ১৭ ম্যাচে ওয়াটফোর্ডের জয় ছিল্ মাত্র একটি। প্রতিপক্ষের জালে ৯ বার বল জড়ানো দলটি হজম করেছিল ৩২টি গোল। এ দিন মাঠের লড়াইয়ে ছিল না এসবের কোনো প্রতিফলন।
গোলশূন্য প্রথমার্ধে লক্ষ্যে থাকেনি ইউনাইটেডের কোনো শট। উল্লেখযোগ্য কোনো পরিকল্পিত আক্রমণও করতে পারেনি প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
বিরতির পর গোলরক্ষক দাভিদ দে হেয়ার বাজে ভুলে প্রথম গোল হজম করে সফরকারীরা। ৫০তম মিনিটে ইসমালিয়া সারের ভলি স্প্যানিশ গোলরক্ষক বরাবর এলেও বল ধরতে তালগোল পাকান তিনি। দুই হাতের ফাঁক দিয়ে তার মুখে লেগে বল জড়ায় জালে। চার মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ট্রয় ডিনি।
১৮ ম্যাচে ছয় জয় ও সাত ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে রয়েছে ইউনাইটেড। অষ্টাদশ রাউন্ডে এসে দ্বিতীয় জয়ের দেখা পাওয়া ওয়াটফোর্ডের অর্জন ১২ পয়েন্ট। নরিচ সিটির সঙ্গে গোল পার্থক্যে পিছিয়ে তলানিতেই অবশ্য রয়েছে তারা।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন