তিন ফরোয়ার্ডের নৈপুণ্যে পিএসজির বড় জয়

জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। জালের দেখা পেলেন অন্য দুই ফরোয়ার্ড নেইমার ও মাউরো ইকার্দিও। লিগ ওয়ানে আমিয়াঁর বিপক্ষে বড় জয়ে বছর শেষ করল টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2019, 10:21 PM
Updated : 21 Dec 2019, 10:21 PM

ঘরের মাঠে শনিবার ম্যাচটি ৪-১ গোলে জিতে বর্তমান চ্যাম্পিয়নরা। ফ্রান্সের শীর্ষ লিগে এটি পিএসজির টানা ষষ্ঠ জয়।

এই জয়ে লিগে ১৮ ম্যাচে ১৫ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা মার্সেই।  

দশম মিনিটে স্বাগতিকদের প্রথম গোল এনে দেন এমবাপে। নেইমারের দারুণ এক থ্রু বল ধরে আগুয়ান গোলরক্ষকের মাথায় উপর দিয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডি-বক্সের ভেতরে ফাঁকায় থাকা ব্রাজিলের ফরোয়ার্ডকে আড়াআড়ি পাস দেন ইকার্দি।আলগা বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। লিগে চলতি মৌসুমে এটি তার সপ্তম গোল।

৬৫তম মিনিটে আনহেল দি মারিয়ার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। চলতি মৌসুমে লিগে এটি তার দশম গোল। পাঁচ মিনিট পর একটি গোল শোধ করে আমিয়াঁ।

৮৪তম মিনিটে ছোট ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ইকার্দি। চলতি মৌসুমে ইন্টার মিলান থেকে ধারে আসা এই ফরোয়ার্ডের সব প্রতিযোগিতা মিলে এটি ১৪তম গোল।