লেস্টারের বিপক্ষে দুরন্ত জয় সিটির

পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করল ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজ আর কেভিন ডে ব্রুইনের দাপটে অসহায় হয়ে গেল লেস্টার সিটির রক্ষণ। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সহজ জয় তুলে নিল পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2019, 07:39 PM
Updated : 21 Dec 2019, 07:39 PM

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচে ৩-১ গোল জেতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা ফেরান মাহরেজ। প্রথমার্ধের শেষদিকে ইলকাই গিনদোয়ানের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস।

বল দখলে আধিপত্য ধরে রেখে আক্রমণাত্মক শুরু করে সিটি। চতুর্দশ মিনিটে এগিয়ে যেতে পারত তারা। ডানদিকের পোস্টে লেগে ফেরে ডে ব্রুইনের শট। তিন মিনিট পর জেসুসের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লেস্টার গোলরক্ষক কাসপের স্মাইকেল।

২২তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় লেস্টার। প্রতি আক্রমণ থেকে জাল খুঁজে নেন জেমি ভার্ডি। চলতি লিগে এটি তার ১৭তম গোল।

দুই মিনিট পর আবারও সিটিকে হতাশ করেন স্মাইকেল। তবে ৩০তম মিনিটে আর দলকে রক্ষা করতে পারেননি ডেনিশ গোলরক্ষক। ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে মাহরেজের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

৪২তম মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার রিকার্দো পেরেইরা ডি-বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। গিনদোয়ানের নেওয়া স্পট কিকে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি স্মাইকেল।

বিরতির পর আক্রমণে গতি বাড়ানো স্বাগতিকরা ব্যবধান বাড়ায় ৬৯তম মিনিটে। ডানদিক দিয়ে ডি-বক্সে ঢুকে দূরের পোস্টে থাকা জেসুসকে আড়াআড়ি পাস দেন ডে ব্রুইনে। খুব কাছ থেকে বলে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের ফরোয়ার্ড।

এই জয়ে ১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল সিটি। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে লেস্টার। অনেক এগিয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৭ ম্যাচে ৪৯।