এভারটনের মাঠে আর্সেনালের ড্র

ছন্দময় ফুটবল উপহার দিতে পারল না কোনো দলই। পরিকল্পিত কোনো আক্রমণও দেখা গেল না। ম্যাড়মেড়ে ড্রয়ে শেষ হলো এভারটন ও আর্সেনালের ম্যাচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2019, 02:35 PM
Updated : 21 Dec 2019, 02:59 PM

গুডিসন পার্কে শনিবার গোলশূন্য ড্র হয় দুই দলের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। সব প্রতিযোগিতা মিলে শেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় আর্সেনালের।
 
দুই দলেই দায়িত্ব পেয়েছেন নতুন কোচ। অবশ্য তাদের কেউই এ দিন ছিলেন না ডাগ আউটে।
 
‘বক্সিং ডে’তে ঘরের মাঠে বার্নলির বিপক্ষে লিগ ম্যাচে অভিষেক হবে এভারটনের কার্লো আনচেলত্তির। একই দিনে বোর্নমাউথের মাঠে আর্সেনাল ডাগ আউটে যাত্রা শুরু করবেন মিকেল আর্তেতা। 
 
লিগে আর্সেনালের সবচেয়ে বেশি ৩৩টি জয় এভারটনের বিপক্ষে। সবচেয়ে বেশি গোলও (১০৭) তাদের বিপক্ষেই। তবে এই ম্যাচে ছিল না সেসবের কোনো প্রতিফলন।
 
প্রথমার্ধে বল দখলে আর্সেনাল এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল এভারটন। অবশ্য স্বাগতিকদের পাঁচটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। লক্ষ্যে ছিল না ৪৪তম মিনিটে আর্সেনালের নেওয়া একমাত্র শটটিও।
 
বিরতির পর আক্রমণে গতি বাড়ায় সফরকারীরা। ৫১তম মিনিটে পিয়েরে-এমেরিক
আউবামেয়াংয়ের ডান পায়ের শট দারুণ দক্ষতায় রুখে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
 
বাকিটা সময়ে আর উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি কেউই।
 
১৮ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে এভারটনের সংগ্রহ ১৯ পয়েন্ট। সমান ম্যাচে পাঁচ জয় ও আট ড্রয়ে আর্সেনালের অর্জন ২৩ পয়েন্ট।