এবারে এভারটনের দায়িত্বে আনচেলত্তি

বেশি দিন বেকার থাকতে হলো না কার্লো আনচেলত্তিকে। সাড়ে চার বছরের চুক্তিতে ইংলিশ ক্লাব এভারটনের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই ইতালিয়ান কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2019, 12:05 PM
Updated : 21 Dec 2019, 12:05 PM

ক্লাবটিতে পর্তুগিজ কোচ মার্কো সিলভার স্থলাভিষিক্ত হবেন ৬০ বছর বয়সী আনচেলত্তি। চলতি মাসে লিভারপুলের কাছে লিগে ৫-২ গোলে হারের পর সিলভাকে বরখাস্ত করে এভারটন।
 
অন্যদিকে চলতি মাসে সেরি আর ক্লাব নাপোলির দায়িত্ব থেকে ছাঁটাই হন আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগে দলকে শেষ ষোলোতে তুললেও সেরি আয় তার অধীনে শেষ সাত ম্যাচে জয়শূন্য ছিল ইতালির ক্লাবটি।
 
কোচ হিসেবে বেশ সফল আনচেলত্তি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিতেই শিরোপা জিতেছেন। তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি জিতেছেন তিনটি ঘরোয়া কাপও। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার।
 
অবশ্য এবারে আনচেলত্তির চ্যালেঞ্জটা একটু অন্যরকম। লিগে অবনমন অঞ্চলের তিন পয়েন্ট ওপরে থাকা এভারটনকে মৌসুম শেষে রাখতে হবে পয়েন্ট টেবিলের মাঝামাঝি।