আর্সেনালের নতুন কোচ আর্তেতা

উনাই এমেরির বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন ক্লাবের সাবেক মিডফিল্ডার ফ্রেডি ইয়ুনবারি। তার অধীনেও অধরা সাফল্যের দেখা মিলল না। তাই এবারে ক্লাবের আরেক সাবেক মিডফিল্ডার মিকেল আর্তেতাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিল আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2019, 02:32 PM
Updated : 20 Dec 2019, 02:58 PM

দুই বছরের জন্য চুক্তি করেছেন ৩৭ বছর বয়সী আর্তেতা। শুক্রবার এই তথ্য নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। ম্যানচেস্টার সিটিতে পেপ গুয়ার্দিওলার সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে আর্তেতার। গত দুই মৌসুমে সিটির চ্যাম্পিয়ন দলের সহকারী কোচ ছিলেন এই স্প্যানিয়ার্ড। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত আর্সেনালের হয়ে ১৪৯টি ম্যাচ খেলেন তিনি।

এর আগে গত নভেম্বরে চাকরি হারান এমেরি। আর্সেন ভেঙ্গারের উত্তরসূরি হিসেবে ২০১৮ সালের মে মাসে দায়িত্ব পান ফরাসি এই কোচ। প্রথম মৌসুমে তার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম হয় আর্সেনাল। তবে টানা দুই জয়ে চলতি মৌসুমে লিগ শুরু করা আর্সেনাল পরের এগারো ম্যাচে জয় পায় আর মোটে দুটি।

ইয়ুনবারির অন্তর্বর্তীকালীন সময়েও অবস্থা পাল্টায়নি। পরের চার রাউন্ডে আর মাত্র একটি জয় পায় গানাররা। ১৭ রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দশে।