স্বস্তির জয়ে শুরু শেখ রাসেলের

প্রথমার্ধের গোলে উত্তর বারিধারাকে হারিয়ে ফেডারেশন কাপ শুরু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2019, 11:50 AM
Updated : 20 Dec 2019, 12:26 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে প্রতিযোগিতাটির ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা শেখ রাসেল এগিয়ে যেতে পারত নবম মিনিটে। আজিজভ আলিশেরের হেড শেষ মুহূর্তে ফিরিয়ে উত্তর বারিধারার ত্রাতা গোলরক্ষক আজাদ হোসেন।

সপ্তদশ মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় শেখ রাসেল। মোহাম্মদ আব্দুল্লাহর থ্রু পাস ধরে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন নিচু শটে জাল খুঁজে নেন। আজাদ এগিয়ে এলেও আটকাতে পারেননি।

৩৪তম মিনিটে সুমন রেজার শট আশরাফুল ইসলাম রানা ঝাঁপিয়ে পড়ে ফেরালে সমতার ভালো একটি সুযোগ নষ্ট হয় উত্তর বারিধারার।

দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য করলেও ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি শেখ রাসেল। ৬৩তম মিনিটে ওডোইনের শট পোস্টের বাইরে যায়; ৮৫তম মিনিটে আলিশেরের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।