কষ্টের জয়ে শুরু বসুন্ধরা কিংসের

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করলেও বেশ ভুগতে হয়েছে বসুন্ধরা কিংসকে। মোহাম্মদ জালাল কুদোর একমাত্র গোলে জিতে ফেডারেশন কাপ শুরু করেছে প্রতিযোগিতাটির গতবারের রানার্সআপরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2019, 02:52 PM
Updated : 19 Dec 2019, 03:09 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে ব্রাদার্সকে ১-০ গোলে হারায় বসুন্ধরা।

ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। দেনিয়েল কলিন্দ্রেস সোলেরার থ্রু বল ধরে লেবাননের ফরোয়ার্ড কুদো নিখুঁত শটে আগুয়ান গোলরক্ষক তিতুমীর চৌধূরীকে পরাস্ত করেন।

প্রথমার্ধের বাকিটা সময় ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ নষ্ট হয় বসুন্ধরার। ৩১তম মিনিটে কুদোর হেড হয় লক্ষ্যভ্রষ্ট। দুই মিনিট পর এই ফরোয়ার্ডের শট ফিরে পোস্টে লেগে। ৩৯তম মিনিটে মতিন মিয়ার শটও ক্রসবারে বাধা পায়।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় রাখে লিগ চ্যাম্পিয়নরা বসুন্ধরা, কিন্তু ব্যবধান দ্বিগুণ করা গোলের দেখা মেলেনি। ৭৯তম মিনিটে সোলেরা কোনাকুনি শট তিতুমীর রুখে দেয়।

বৃহস্পতিবার ‘সি’ প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে সাইফ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।