লিগ কাপের সেমিতে ম্যানইউ ও ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2019 04:13 AM BdST Updated: 19 Dec 2019 04:13 AM BdST
ইংলিশ লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।
শেষ আটের লড়াইয়ে বুধবার অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় সিটি। কোলচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ৩-০ গোলে।
প্রতিযোগিতার শেষ চারের অন্য দুই দল অ্যাস্টন ভিলা ও লেস্টার সিটি।
প্রতিপক্ষের মাঠে ২২তম মিনিটে সিটিকে এগিয়ে নেন জোয়াও কানসেলো। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা আনে অক্সফোর্ড। চার মিনিট পর আবারও দলকে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। শেষ দিকে প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ান ইংলিশ এই মিডফিল্ডার।
ঘরের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। দশ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে গিয়ে শেষ চার অনেকটাই নিশ্চিত করে ফেলে উলে গুনার সুলশারের দল। মার্কাস র্যাশফোর্ড ও অঁতনি মার্সিয়াল একটি করে গোল করেন। অন্যটি আত্মঘাতী।
দিনের অন্য ম্যাচে পেনাল্টি শুট আউটে এভারটনকে ৪-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে লেস্টার। এর আগে মঙ্গলবার নিজেদের ইতিহাসের সবচেয়ে কম বয়সী দল নিয়ে খেলতে নামা লিভারপুলকে ৫-০ গোলে উড়িয়ে দেয় অ্যাস্টন।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ