যোগ করা সময়ের গোলে বায়ার্নের জয়

গোলের পর গোল করে চলেছেন রবের্ত লেভানদোভস্কি। তারকা ফরোয়ার্ডের এমন দুর্দান্ত ফর্মের মাঝেও বারবার পথ হারানো বায়ার্ন মিউনিখ ফের পয়েন্ট হারাতে বসেছিল। ফ্রেইবুর্কের বিপক্ষে শেষ সময়ে অবশ্য জোড়া গোল করে প্রত্যাশিত জয় নিয়ে ফিরেছে জার্মানির সফলতম দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2019, 09:38 PM
Updated : 18 Dec 2019, 09:38 PM

প্রতিপক্ষের মাঠে বুন্ডেসলিগায় বুধবার রাতে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন। শিরোপাধারীদের অন্য দুই গোলদাতা জসুয়া ও সের্গে জিনাব্রি।

ষোড়শ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন লেভানদোভস্কি। এবারের লিগে পোলিশ ফরোয়ার্ডের মোট গোল হলো সর্বোচ্চ ১৯টি।

৫৮তম মিনিটে গোলটি শোধ করে দেয় ফ্রেইবুর্ক। ভলিতে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান মিডফিল্ডার ভিনসেন্সো গ্রিফো।

পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যাওয়া বায়ার্ন দ্বিতীয় গোলের দেখা পায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। কাছ থেকে বল জালে পাঠিয়ে ফের দলকে এগিয়ে নেন ডাচ ফরোয়ার্ড জসুয়া। তিন মিনিট পর জার্মান মিডফিল্ডার জিনাব্রি স্কোরলাইন ৩-১ করলে জয় নিশ্চিত হয়ে যায় টানা সাতবারের চ্যাম্পিয়নদের।

১৬ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে বরুসিয়া ডর্টমুন্ড।

লাইপজিগ ও বরুশিয়া মনশেগ্লাডবাখের পয়েন্ট সমান ৩৪ করে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে লাইপজিগ।