দিবালা-রোনালদোর গোলে ইউভেন্তুসের জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2019 01:56 AM BdST Updated: 19 Dec 2019 02:18 AM BdST
দারুণ ছন্দে এগিয়ে চলা ক্রিস্তিয়ানো রোনালদো গোল পেলেন টানা পঞ্চম ম্যাচে। জালের দেখা পেয়েছেন পাওলো দিবালাও। দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে সাম্পদোরিয়ার বিপক্ষে ইউভেন্তুস পেল প্রত্যাশিত জয়ের দেখা।
প্রতিপক্ষের মাঠে বুধবার সেরি আর ম্যাচে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির টানা আটবারের চ্যাম্পিয়নরা।
উনবিংশ মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন দিবালা। আলেক্স সান্দ্রোর পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আসরে তার মোট গোল হলো পাঁচটি।
এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি শিরোপাধারীদের। ডি-বক্সে তারা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে ১০ গজ দূর থেকে জোরালো শটে পরাস্ত করেন ইতালিয়ান ফরোয়ার্ড জানলুকা কাপরারি।

এই নিয়ে আসরে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল হলো ১০টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে তার মোট গোল হলো ১২টি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাপরারি বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এক জন বেশি নিয়ে বাকি চার মিনিটে উল্লেখযোগ্য কোনো সুযোগ অবশ্য তৈরি করতে পারেনি ইউভেন্তুস।
১৭ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ