রোনালদোর আরেক রেকর্ড

রেকর্ড ভাঙা গড়ার খেলায় নতুন এক রেকর্ড গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা ১৫ মৌসুম সব প্রতিযোগিতা মিলে কমপক্ষে দশটি করে গোল করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 09:32 AM
Updated : 16 Dec 2019, 09:32 AM

সেরি আয় রোববার উদিনেজের বিপক্ষে ইউভেন্তুসের ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন রোনালদো। ম্যাচের নবম মিনিটে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে রেকর্ডটি গড়েন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। পরে ৩৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এই নিয়ে শেষ চার ম্যাচে পাঁচ গোল করলেন রোনালদো। এবারের লিগে তার গোল হলো ৯টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১৯ ম্যাচে করলেন ১১ গোল।

৩৪ বছর বয়সী তারকার রেকর্ড যাত্রার শুরুটা হয়েছিল ২০০৫-০৬ মৌসুমে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এরপর ২০০৯ সালে নাম লেখান রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বের্নাবেউয়ে ৯ বছর কাটানোর পথে হয়েছেন ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। গত বছরের জুলাইয়ে নাম লেখান ইউভেন্তুসে। সেখানেও গোলের ধারাবাহিকতা ধরে রেখে গড়লেন অনন্য এই কীর্তি।