কৌতিনিয়োর হ্যাটট্রিকে জয়ে ফিরল বায়ার্ন

মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে ধারে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া ফিলিপে কৌতিনিয়ো নতুন ঠিকানায় প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন। দুর্দান্ত ছন্দে থাকা রবের্ত লেভানদোভস্কি করলেন জোড়া গোল। বুন্ডেসলিগায় টানা দুই হারের ধাক্কা কাটিয়ে জয়ের পথে ফিরল বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2019, 06:21 PM
Updated : 14 Dec 2019, 06:55 PM

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ভার্ডার ব্রেমেনকে ৬-১ গোলে হারিয়েছে বায়ার্ন। হ্যাটট্রিক করার পাশাপাশি দুই সতীর্থের গোলেও অবদান রাখেন কৌতিনিয়ো। টানা সাতবারের চ্যাম্পিয়নদের আরেক গোলদাতা টমাস মুলার।

গত ৩০ নভেম্বর বায়ার লেভারকুজেনের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর গত সপ্তাহে বরুশিয়া মনশেনগ্লডবাখের মাঠে একই ব্যবধানে হেরেছিল বায়ার্ন।

ব্রেমেনের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে পিছিয়ে পড়ে বায়ার্ন। ২৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন কসোভোর মিডফিল্ডার মিলোত রাসিচা।

৪৫তম মিনিটে সের্গে জিনাব্রির বাড়ানো বল অনাযাসে লক্ষ্যে পাঠিয়ে সমতা টানেন কৌতিনিয়ো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন দলটির সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি।

দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের মধ্যে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠায় বায়ার্ন।

৬৩তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে ব্যবধান বাড়ান কৌতিনিয়ো। আট মিনিট পর সতীর্থের বাড়ানো বল ফ্লিকে জালে পাঠান লেভানদোভস্কি। আসরে পোলিশ এই ফরোয়ার্ডের এটি অষ্টাদশ গোল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে ২৩ ম্যাচে ২৯ গোল করলেন লেভানদোভস্কি।

তিন মিনিট পর ছোট ডি-বক্সের মধ্যে থেকে ভলিতে স্কোরলাইন ৫-১ করেন জার্মান ফরোয়ার্ড মুলার। আর ৭৮তম মিনিটে ২০ গজ দূর থেকে বাঁকানো শটে হ্যাটট্রিক পূরণ করেন কৌতিনিয়ো।

বুন্ডেসলিগায় ব্রাজিলিয়ান মিডফিল্ডারের মোট গোল হলো ছয়টি।

১৫ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছে বায়ার্ন। ২ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে আছে বরুসিয়া ডর্টমুন্ড।