ঘরের মাঠে চেলসির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ঘরের মাঠে হারল চেলসি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে শেষ পাঁচ ম্যাচে চতুর্থ হারের স্বাদ দিয়েছে এফসি বোর্নমাউথ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2019, 04:58 PM
Updated : 14 Dec 2019, 05:47 PM

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার ১-০ গোলে জিতেছে বোর্নমাউথ। ড্রয়ের দিকে এগুতে থাকা ম্যাচের শেষ দিকে ব্যবধান গড়ে দেন ইংলিশ মিডফিল্ডার ড্যান গসলিং। টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল দলটি।
 
নিজেদের আগের লিগ ম্যাচে এভারটনের মাঠে হেরে আসা চেলসি বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচ জুড়ে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলার ছক পরিবর্তন করেন কোচ ল্যাম্পার্ড। তাতেও লাভ হয়নি।
 
রক্ষণ জমাট রেখে খেলতে থাকা বোর্নমাউথও তেমন সুযোগ তৈরি করতে পারছিল না। অবশেষে ম্যাচের ৮৪তম মিনিটে দারুণ ফ্লিকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান গসলিং। প্রথমে গোলের বাঁশি বাজাননি রেফারি। ভিএআরের সহায়তায় আসে গোলের সিদ্ধান্ত। ভুলতে বসা জয়ের স্বাদ পায় বোর্নমাউথ।
 

১৭ ম্যাচে ৯ জয় ও ৬ হারে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার চারে চেলসি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৩২ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে লেস্টার সিটি। ঘরের মাঠে এদিন তারা নরিচের বিপক্ষে ১-১ ড্র করে।
একই দিন ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারানো লিভারপুল ৪৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে।