নিজেদের মাঠে শনিবার ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
লিগে এ নিয়ে ক্লাব রেকর্ড টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইল ‘অল রেডস’ নামে পরিচিত দলটি। লিগে এটি তাদের টানা অষ্টম জয়।
শিরোপা জয়ের লক্ষ্যে দারুণভাবে ছুটে চললেও পয়েন্ট তালিকার তলানির দলের বিপক্ষে এদিন ঠিক চেনা ছন্দে দেখা যায়নি ইয়ুর্গেন ক্লপের দলকে। অন্য দিকে নতুন কোচের অধীনে এদিন দারুণ ফুটবল উপহার দেয় ওয়াটফোর্ড। যদিও দিন শেষে তাদের দিতে হয়েছে সহজ সব সুযোগ হাতছাড়া করার খেসারত।
ম্যাচের পঞ্চম মিনিটে সতীর্থের বাড়ানো ক্রসে পা ছোঁয়াতে পারেননি সফরকারী দলের ইংলিশ স্ট্রাইকার ট্রয় ডেনি।
বল দখলে রাখলেও আক্রমণে সুবিধা করতে পারছিল না লিভারপুল। অবশেষে ম্যাচের ৩৮তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় তারা। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে অনেকটা এগিয়ে ডান পায়ের উঁচু কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সালাহ।
বিরতির এক মিনিট আগে গোলরক্ষক আলিসনকে একা পেয়েও গোল করতে পারেননি ওয়াটফোর্ড ফরোয়ার্ড ইসমাইল সার।