'নিজেকে গুলি করার কথা' ভেবেছিলেন জেসুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2019 09:32 PM BdST Updated: 12 Dec 2019 09:32 PM BdST
মাঝে ম্যাচের পর ম্যাচ পাননি জালের দেখা। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত হ্যাটট্রিকের পর কঠিন সেই সময়ের কথা মনে করলেন গ্যাব্রিয়েল জেসুস। এ সময় হতাশায় নিজের মাথায় গুলি করতে চেয়েছিলেন বলে জানালেন ম্যানচেস্টার সিটির এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বুধবার দিনামো জাগরেবের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে সিটির প্রথম তিন গোল করেন জেসুস। পূরণ করেন ১০০ ক্যারিয়ার গোলের মাইলফলক।
গত অক্টোবর ও নভেম্বরে টানা ৭০০ মিনিটের বেশি সময় ও সব মিলে দশ ম্যাচ গোলের দেখা পাননি জেসুস। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি পিছিয়ে পড়েছে ১৪ পয়েন্ট।
কঠিন সেই সময়ের প্রসঙ্গে জেসুস জানান, তখন কতটা হতাশার মধ্যে ছিলেন তিনি। তার উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে দ্য টেলিগ্রাফ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।
“সত্যিই, গত মাসে আমি ভালো ছিলাম না, সুখে ছিলাম না। এসময় ৯ অথবা ১০টি ম্যাচ খেলেছিলাম এবং কোনো গোল করতে পারিনি। অনেক সুযোগ নষ্ট করেছিলাম, এসব কারণে ভালো ছিলাম না।”
“অন্য খেলোয়াড়দের নিয়ে নয়, নিজেকে নিয়েই কেবল বলতে পারি। কিন্তু যখন আমি ভালো না থাকি তখন নিজের মাথায় গুলি করতে মন চাই, কারণ এটা আমার জন্য কঠিন।”
মূলত সিটির দ্বিতীয় পছন্দের স্ট্রাইকার জেসুস। প্রথম পছন্দের সের্হিও আগুয়েরো এখন চোটে বাইরে থাকায় নিয়মিত সুযোগ পাচ্ছেন তিনি। মৌসুমের শুরুতে তাকে বেঞ্চে রেখে কোচ পেপ গুয়ার্দিওলা আর্জেন্টাইন ফরোয়ার্ডকে একাদশে খেলানোয় হতাশ ছিলেন বলেও জানান জেসুস।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার