চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সী গোলরক্ষক ভান্ডেভোর্ট

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো মাঠে নেমেই রেকর্ড গড়লেন হেঙ্কের গোলরক্ষক মারটেন ভান্ডেভোর্ট। নাপোলির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলরক্ষক হিসেবে খেলতে নামেন বেলজিয়ান এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 10:19 AM
Updated : 11 Dec 2019, 10:19 AM

মঙ্গলবার ‘ই’ গ্রুপের ম্যাচে হেঙ্ককে ৪-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠে নাপোলি। এই ম্যাচের আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল হেঙ্কের।

নাপোলির বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে খেলতে নামেন ১৭ বছর ২৮৭ দিন বয়সী ভান্ডেভোর্ট। রেকর্ড গড়া মঞ্চটা অবশ্য ভালো কাটে নি তার। ম্যাচের তৃতীয় মিনিটেই সতীর্থের ব্যাক পাস থেকে বল ধরতে গিয়ে তালগোল পাকিয়ে হজম করেন গোল। প্রথমার্ধে আরও দুই গোল হজম করেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে আরও একটি।

আগের রেকর্ডটাও ছিল এক বেলজিয়ানের, মিলে স্ভিলার। বেনফিকার হয়ে ২০১৭ সালের অক্টোবরে ১৮ বছর ৫২ দিন বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।