চ্যাম্পিয়ন্স লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা ফাতি

লা লিগায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা আনসু ফাতি এবার আরও বড় কীর্তি গড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন স্পেন অনূর্ধ্ব-২১ দলের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 09:43 AM
Updated : 11 Dec 2019, 10:25 AM

সান সিরোয় মঙ্গলবার স্বাগতিক ইন্টার মিলানের বিপক্ষে ৮৫তম মিনিটে বদলি নেমে পরের মিনিটেই জালে বল পাঠান ফাতি। সুয়ারেসের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে জয়সূচক গোলটি করেন ১৭ বছর ৪০ দিন বয়সী এই ফরোয়ার্ড।

সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোলের আগের রেকর্ডটি ছিল ঘানার পিটার ওফোরি-কোয়াইয়ের। ১৯৯৭ সালের ১ অক্টোবরে অলিম্পিয়াকোসের হয়ে রুসেনবর্গের বিপক্ষে ১৭ বছর ১৯৫ দিন বয়সে গোল করেছিলেন এই স্ট্রাইকার।

দলের খুব প্রয়োজনের মুহূর্তে গোল করতে পেরে ভীষণ খুশি ফাতি।

“লুইস সুয়ারেসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে যখন গোলটি আমি করলাম পুরো স্টেডিয়াম নিশ্চুপ হয়ে গেল।”

“স্বপ্নের মতো হচ্ছে। সবকিছু যেন খুব দ্রুত গতিতে এগোচ্ছে। আমাকে যে সুযোগ দেওয়া হবে তা আমার কাজে লাগাতে হবে।”

ম্যাচটি ২-১ গোলে জিতে অপরাজিত থেকে নকআউট পর্বে উঠেছে বার্সেলোনা। চার জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১৪।