ভারত সেরা, বাংলাদেশ পঞ্চম

দক্ষিণ এশিয়ান গেমসে এবারও পদকের তালিকায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ভারত। নিজেদের ইতিহাসের সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। তারপরও পদক তালিকায় সাত দলের মধ্যে তাদের অবস্থান পঞ্চম।

ক্রীড়া প্রতিবেদককাঠমান্ডু থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 05:56 PM
Updated : 10 Dec 2019, 05:56 PM

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামে দক্ষিণ এশিয়ার খেলাধূলার সর্বোচ্চ প্রতিযোগিতা এসএ গেমসের ত্রয়োদশ আসর। বেশ কয়েকটি ইভেন্টে অংশ না নিলেও পদক তালিকায় বরাবরের মতো আধিপত্য ধরে রেখেছেন ভারতের অ্যাথলেটরা। ১৭৪টি সোনা, ৯৩টি রুপা ও ৪৫টি ব্রোঞ্জ মিলিয়ে ৩১২টি পদক জিতেছে তারা।

আলো ছড়িয়েছেন স্বাগতিক নেপালের অ্যাথলেটরাও। ৫১টি সোনা ও ৬০টি রুপাসহ ২০৬টি পদক জিতেছে তারা।

১৯টি সোনার পদক জিতে ২০১০ সালের ১৮টি সোনার পদক জয়ের কীর্তিকে বাংলাদেশ ছাপিয়ে গেছে এবার। সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১৪২টি পদক জিতেছে বাংলাদেশ।

দেশ

সোনা

রুপা

ব্রোঞ্জ

মোট পদক

ভারত

১৭৪

৯৩

৪৫

৩১২

নেপাল

৫১

৬০

৯৫

২০৬

শ্রীলঙ্কা

৪০

৮৩

১২৮

২৫১

পাকিস্তান

৩১

৪১

৫৯

১৩১

বাংলাদেশ

১৯

৩২

৮৭

১৪২

মালদ্বীপ

ভুটান

১৩

২০

*বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দেওয়ার ফল অনুযায়ী বাংলাদেশের রুপা ৩৩টি ও ব্রোঞ্জ ৯০টি।

*ত্রয়োদশ সাউথ এশিয়ান গেমসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী বাংলাদেশের রুপা ৩২টি এবং ব্রোঞ্জ ৮৭টি।