অনেক প্রাপ্তির দিনে শুটিংয়ে হতাশা
মোহাম্মদ জুবায়ের পোখারা থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2019 07:26 PM BdST Updated: 09 Dec 2019 07:26 PM BdST
এসএ গেমসের নবম দিনে বাংলাদেশের প্রাপ্তি অনেক। আর্চারি উপহার দিয়েছে ৪টি সোনা। ছেলেদের ক্রিকেটও হেসেছে সোনালী হাসি। নিজেদের ইতিহাসে বাংলাদেশ পেয়েছে সবচেয়ে বেশি সোনার পদক। এত প্রাপ্তির ভিড়ে আছে বিষাদও-হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি শুটিং।
আর্চারিতে ৪টি সোনা ১টি ব্রোঞ্জ
মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ভুটানের দেমা সোনমকে ৭-৩ পয়েন্টে হারান ইতি খাতুন। মেয়েদের কম্পাউন্ড এককের ফাইনালে শ্রীলঙ্কার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে সোনা জিতেন সুমা বিশ্বাস। পুরুষ কম্পাউন্ড এককের ফাইনালে ১৩৭-১৩৬ স্কোরে ভুটানের প্রতিযোগীকে হারান সোহেল রানা। পুরুষ রিকার্ভ এককের ফাইনালে ভুটানের কিনলে তিসেরাংয়ের বিপক্ষে ৭-১ পয়েন্টে রোমান সানা জিতলে আর্চারির ১০ ইভেন্টের সবগুলোতেই সেরা হওয়ার কীর্তি গড়ে বাংলাদেশ। কম্পাউন্ডের এককে ব্রোঞ্জ পান অসীম কুমার দাস। সব মিলিয়ে ১০টি সোনা ও ১টি ব্রোঞ্জ নিয়ে এসএ গেমস শেষ করল আর্চারি।
ক্রিকেটে ছেলেদের সোনা জয়
মেয়েদের পর ছেলেদের ক্রিকেটও বাংলাদেশকে উপহার দিয়েছে সোনার পদক। কাঠমান্ডুর ত্রিভূবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে ১১ বল হাতে রেখে ৭ উইকেটে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
টসে হেরে ব্যাট করতে নেমে ১২২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৩৫ রান, সাইফ হাসান ৩৩, সৌম্য সরকার ২৭ এবং ইয়াসির আলী অপরাজিত ১৯ রান করেন। এ জয়ে এসএ গেমসের ইতিহাসে এক আসরে নিজেদের সেরা সাফল্য (১৯টি সোনার পদক) পায় বাংলাদেশ।
এবারের আসরে সোনালি হাসি উপহার দিতে পারলেন না শুটাররা। সাতদোবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে সোমবার ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে শাকিল আহমেদ খান ও আরদিনা ফেরদৌস আঁখি ব্রোঞ্জ পদক পান। গত আসরে শুটিং থেকে সোনা এনে দেওয়া শাকিল এবার ব্যর্থতার মিছিলে থাকলেন। ২০০৬ সালের পর এবারই প্রথম শুটিং থেকে কোনো সোনার পদক পেল না বাংলাদেশ। এবার পেয়েছে ৬টি রুপা।
ফেন্সিংয়ে ১টি রুপা ২টি ব্রোঞ্জ
ছেলেদের ফয়েল দলগত ইভেন্টে রুপা পেয়েছেন বাংলাদেশের রেজাউল করিম, রুবেল মিয়া ও সাদ্দাম হোসেন রাকিব মিয়া। মেয়েদের সেইবার দলগত বিভাগে ফাতেমা মুজিব, চাদনী আক্তার, ফারজানা আক্তার ও নাজিয়া খাতুন এবং এপের দলগত ইভেন্টে বাংলাদেশের মঞ্জিলা আক্তার, আসমা আক্তার, কামরুন্নাহার ও নাজমা খাতুন ব্রোঞ্জ পেয়েছেন।
সাতারে ১টি রুপা
পুরুষ ৪*১০০ মিটার মিডলে রিলেতে রুপা পেয়েছে জুয়েল আহমেদ, আরিফুল ইসলাম, নুরুন্নবী নাহিদ ও আফিফ রেজায় গড়া বাংলাদেশ।
কুস্তি থেকে ২টি ব্রোঞ্জ
মেয়েদের ৬৮ কেজি ওজন শ্রেণিতে তিথি রায় ও ছেলেদের ৭৪ কেজি ওজন শ্রেণিতে শেখ শিপন ব্রোঞ্জ পেয়েছেন।
বক্সিং থেকে ১টি রুপা
ছেলেদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে ভারতের শচীনের কাছে হেরে রুপা জিতেছেন রবিন মিয়া। সব মিলিয়ে বক্সিংয়ে ১টি রুপা ও ৬টি ব্রোঞ্জ জিতল বাংলাদেশ।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম