রোনালদোকে ছাড়িয়ে সবার ওপরে মেসি

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় আরও একবার ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। লা লিগার সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটিকে একার করে নিলেন বার্সেলোনা তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2019, 10:16 PM
Updated : 7 Dec 2019, 10:26 PM

কাম্প নউয়ে শনিবার মায়োর্কার বিপক্ষে ৫-২ গোলের জয়ে এই কীর্তি গড়েন মেসি। ম্যাচের ১৭, ৪১ ও ৮৩তম মিনিটে গোল তিনটি করেন আর্জেন্টাইন তারকা।

স্পেনের শীর্ষ লিগে মেসির মোট হ্যাটট্রিক হলো ৩৫। এতদিন সমান ৩৪টি করে হ্যাটট্রিক ছিল সময়ের সেরা দুই ফুটবলারের।

গত ৯ নভেম্বর সেল্তা ভিগোর বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ে হ্যাটট্রিক করে রেকর্ডটিতে রোনালদোর পাশে বসেছিলেন মেসি। এই নিয়ে ২০১৯ সালে লিগে মোট চারটি হ্যাটট্রিক করলেন তিনি। এক বছরে এতগুলো হ্যাটট্রিক সবশেষ মেসি করেছিলেন ২০১৪ সালে।

গত সোমবার রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও রোনালদোকে পেছনে ফেলেন মেসি। পাঁচ দিনের ব্যবধানে আরও একবার প্রতিদ্বন্দ্বীকে টপকে গেলেন অনেকের কাছেই সময়ের সেরা ফুটবলার।