সিটির মাঠে জিতল ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2019 01:27 AM BdST Updated: 08 Dec 2019 02:30 AM BdST
সময়টা ভালো যাচ্ছে না। লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়েও অনেকটা পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। তারপরও সাম্প্রতিক পারফরম্যান্স ও শক্তির বিচারে নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কাগজে-কলমে এগিয়ে ছিল তারাই। কিন্তু মাঠের লড়াইয়ে পাল্টে গেল সব হিসেব-নিকেশ। পেপ গুয়ার্দিওলার দলকে তাদেরই মাঠে হারিয়ে লিগ টেবিলের পাঁচে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগে ২-১ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়ায় সিটির শিরোপা ধরে রাখার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল।
ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আক্রমণে ওঠার পরিকল্পনায় ছিল শিরোপাধারীরা। কিন্তু এদিনের ইউনাইটেড ছিল ভিন্ন রূপে, আগ্রাসী পরিকল্পনায়। প্রতিপক্ষ বলের দখল নিয়ন্ত্রণে রাখলেও আক্রমণে সফরকারীরা ছিল ভীষণ ধারালো।
তারই ধারাবাহিকতায় ২৩তম মিনিটে গোল পেয়ে যায় ইউনাইটেড। ডি-বক্সে মার্কাস র্যাশফোর্ডকে মিডফিল্ডার বের্নার্দো সিলভা ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে দলকে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড র্যাশফোর্ড।
দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে র্যাশফোর্ডের শট ক্রসবারে বাধা পেলে সে যাত্রায় বেঁচে যায় সিটি।
অবশ্য বারবার রক্ষণ উন্মুক্ত হয়ে পড়া সিটি দ্বিতীয় গোল হজম করে খানিক পরেই। ২৯তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্সিয়ালের নেওয়া শট কাছের পোস্টের ভিতরের কানায় লেগে জালে জড়ায়। দল ২-০ গোলে পিছিয়ে পড়ায় যেন স্তব্ধ হয়ে যায় ইতিহাদে আসা সিটি সমর্থকরা।
ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও আক্রমণে সুবিধা করতে পারছিল না সিটি। শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে তারা। ৮৫তম মিনিটে নিকোলাস ওতামেন্দি ব্যবধান কমালে নাটকীয় শেষের সম্ভাবনা জাগে। হেডে গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার।
দুই মিনিট পর দারুণ একটি সুযোগও পেয়েছিল গত মৌসুমে ঘরোয়া ফুটবলের সবকটি শিরোপা জেতা দলটি। তবে রিয়াদ মাহরেজের নিচু শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া।
১৬ ম্যাচে ছয়টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বোর্নমাউথকে ৩-০ গোলে হারানো লিভারপুল ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৩৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৬ ম্যাচে ৩২।
এভারটনের মাঠে ৩-১ গোলে হারা চেলসি ২৯ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ইউনাইটেডের জয়ে ছয় নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৩।
১০ নম্বরে নেমে যাওয়া আর্সেনালের অর্জন ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ