আর্চারিতে ১০ সোনা জয়ের হাতছানি!

দারুণ অর্জনের হাতছানি রোমান সানা-সুস্মিতা বণিকদের সামনে। দক্ষিণ এশিয়ান গেমসের আর্চারি ডিসিপ্লিনের ১০ ইভেন্টের সবকটিতেই ফাইনালে উঠেছে বাংলাদেশের প্রতিযোগীরা। এই ডিসিপ্লিন থেকে তাই ১০টি সোনার পদক জয়ের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

ক্রীড়া প্রতিবেদককাঠমান্ডু থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2019, 03:02 PM
Updated : 7 Dec 2019, 03:02 PM

নিষেধাজ্ঞার কারণে ভারতের আর্চাররা খেলতে পারছে না এসএ গেমসে। দেশে থাকতে এ সুযোগ কাজে লাগানোর প্রত্যয় জানিয়েছিলেন রোমানরা। পোখারায় শনিবার দারুণ খেলে শেষ ধাপে পৌঁছেছেন আর্চাররা।

রিকার্ভ পুরুষ এককের সেমি-ফাইনালে নিজ দেশের তামিমুল ইসলামকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছেন রোমান। সোমবার ভুটানের কিনলে শেরিংয়ের বিপক্ষে ফাইনাল খেলবেন অলিম্পিকে কোটা প্লেস এনে দেওয়া এই আর্চার।

মেয়েদের রিকার্ভ এককের সেমি-ফাইনালে ৬-০ সেট পয়েন্টে ভুটানের কারমাকে হারানো ইতি খাতুন ফাইনালে লড়বেন ভুটানের সুনাম দেমার বিপক্ষে।

ছেলেদের কম্পাউন্ড এককের সেমি-ফাইনালে সোহেল রানা স্বদেশি অসীম কুমারকে ১৪৫-১৪৪ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছেন। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ ভুটানের তানদিন দর্জি।

মেয়েদের কম্পাউন্ড এককের সেমি-ফাইনালে শ্রীলঙ্কার থাকশিলাকে ১৪১-১৩৭ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছেন সোমা বিশ্বাস। ফাইনালে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার করুনারত্নে।

ছেলেদের রিকার্ভ দলগত বিভাগে নেপালকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে নেপালকে ৬-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে দল।

রিকার্ভ মিশ্র দলগত বিভাগে রোমান-ইতি জুটি নেপালের জুটিকে ৬-২ সেট পয়েন্ট হারিয়ে ফাইনালে উঠেছেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভুটান।

ছেলেদের কম্পাউন্ড দলগত বিভাগে নেপালকে ২২৪-২১৫ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে দলের প্রতিপক্ষ ভুটান।

মেয়েদের কম্পাউন্ড দলগত বিভাগে ‘বাই’ পেয়ে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে ‘বাই’ পেয়ে সরাসরি ফাইনালে উঠেছেন বাংলাদেশের সোহেল-সুস্মিতা জুটি।