খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞার মেয়াদ কমল চেলসির

দল-বদলে চেলসির খেলোয়াড় কেনার ওপর ফিফার দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ কমেছে। ক্লাবটির আবেদনের প্রেক্ষিতে শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2019, 12:55 PM
Updated : 6 Dec 2019, 12:55 PM

তরুণ খেলোয়াড়দের চুক্তিভুক্ত করার নিয়ম ভাঙার দায়ে গত ফেব্রুয়ারিতে দুই দল-বদল বাজারে চেলসিকে নিষিদ্ধ করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এই কারণে এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলে কোনো খেলোয়াড় দলে টানতে পারেনি ইংলিশ ক্লাবটি।

ক্রীড়ার সর্বোচ্চ আদালত দুইটি দল-বদল বাজারের নিষেধাজ্ঞা কমিয়ে একটি করার সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে চেলসির জরিমানা ৬ লাখ সুইস ফ্রাঁ থেকে কমিয়ে ৩ লাখ সুইস ফ্রাঁ করে। এই সিদ্ধান্তের ফলে এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলেই চেলসির নিষেধাজ্ঞা শেষ হয়েছে। জানুয়ারির দল-বদলে খেলোয়াড় কেনায় কোনো বাধা নেই তাদের।