পথহারা আর্সেনালে 'আত্মবিশ্বাসের অভাব'

দলের বাজে পারফরম্যান্সের দায়ে ডাগআউটে এসেছে নতুন মুখ। কিন্তু সেই আগের মতোই ব্যর্থতার গণ্ডিতে বন্দী আর্সেনাল। সবশেষ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে তারা। দলের এমন টানা বাজে পারফরম্যান্সের পেছনে আত্মবিশ্বাসের অভাবকেই মূল কারণ হিসেবে দেখছেন অন্তর্বর্তীকালীন কোচ ফ্রেডি ইয়ুনবারি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2019, 12:43 PM
Updated : 6 Dec 2019, 12:43 PM

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচে দলকে জয়ে ফেরাতে পারেননি ইয়ুনবারি। একের পর এক হারে দলের আত্মবিশ্বাস তলানিতে চলে গেছে বলে মনে করেন ক্লাবের সাবেক এই মিডফিল্ডার। সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ নয় ম্যাচে মেলেনি জয়ের দেখা।

বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হারে আর্সেনাল। বিরতির আগে অ্যাডাম ওয়েবস্টারের গোলে পিছিয়ে পড়া স্বাগতিকদের ৫০তম মিনিটে সমতায় ফেরান আলেকসঁদ লাকাজেত। শেষ দিকে আরেক গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। লিগে শেষ সাত ম্যাচে জয়ের দেখা পায়নি তারা।

১৫ ম্যাচে মাত্র ৪ জয় ও ৭ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশ নম্বরে নেমে গেছে আর্সেনাল। সব ধরনের প্রতিযোগিতা মিলে ১৯৭৭ সালের পর সবচেয়ে বড় জয়খরায় ভুগছে তারা।

খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ করতে চান ইয়ুনবারি।

“প্রথমার্ধে আমরা নিজেদের মেলে ধরতে পারিনি, কঠোর পরিশ্রমও পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা তূলনামূলক ভালো খেললাম…আমাদের কোনো আত্মবিশ্বাস নেই। আমাকে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে এবং ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।”

“আমরা কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা অনেক ম্যাচ হেরেছি এবং আত্মবিশ্বাস তলানিতে চলে গেছে।”