রুপা জিতে আঁখির অনন্য কীর্তি
মোহাম্মদ জুবায়ের, কাঠমান্ডু থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2019 03:21 PM BdST Updated: 06 Dec 2019 04:33 PM BdST
কাঠমান্ডুতে দারুণ এক কীর্তি গড়ছেন আরদিনা ফেরদৌস আঁখি। দক্ষিণ এশিয়ান গেমসের ইতিহাসে মেয়েদের পিস্তলের একক ইভেন্ট থেকে বাংলাদেশকে প্রথম রুপা এনে দিয়েছেন এই শুটার।
সাতদোবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর গড়ে রুপা জিতেন আঁখি। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে সেরা হন ভারতের পারমানানথাম।
মেয়েদের পিস্তল থেকে গত এসএ গেমসের দলগত ইভেন্ট থেকে রুপা পেয়েছিল বাংলাদেশ। শিলং-গুয়াহাটির আসরে আরমিন আশা ও তুরিং দেওয়ানকে সঙ্গে নিয়ে রুপাটি জিতেছিলেন আঁখি।
এসএ গেমসের ত্রয়োদশ আসরে শুটিং থেকে এ নিয়ে চতুর্থ রুপা পেল বাংলাদেশ। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত, ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন (দলগত) ও মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত থেকে রুপা এসেছিল।
পদকের লড়াইয়ে আঁখির শুরুটা ভালো ছিল না। তবে একে একে ভারত ও পাকিস্তানের প্রতিযোগীরা ছিটকে পড়ায় আত্মবিশ্বাস বাড়তে থাকে বলে জানালেন ২৬ বছর বয়সী এই শুটার।
“যখন দেখছিলাম ভারতের অনেক সিনিয়র শুটাররা বের হয়ে যাচ্ছেন, তখন মনে হয়েছে হয়তো একটু ভাল করছি। তখন একটু নাভার্সনেস চলে এসেছিল। মনে হচ্ছিল এখন মেডেলের দিকে যাচ্ছি। শেষ দুই শট আল্লাহর ভরসায় পিস্তলটা তুলেছি আর মেরেছি।”

“আসলে নিয়মটা হলো যে এক মিনিটের মধ্যে পিস্তল পরিবর্তন করতে হয়; কিন্তু গতবার এই নিয়ম আমরা জানতাম না। তখন জুরিদের অনেকেই নিয়মটা জানতেন না। এ কারণে ফাইনালে পিস্তল না আনতে পারায় শটটা নিতে পারিনি। বাদ পড়েছিলাম।”
“এবার আসার আগে পিস্তলে একটু সমস্যা হয়েছিল। সেটা বাংলাদেশ থেকে ঠিক করে এনেছিলাম। কিন্তু শঙ্কা জেগেছিল-দুর্ভাগ্য কী আবারও সঙ্গী হচ্ছে আমার।”
শেষ ধাপে এসে সেরা হতে না পারা নিয়ে কোনো আক্ষেপ নেই আঁখির। রুপা জিতেই খুশি অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে শুটিং শুরু করা এই শুটার।
“ভারতের শুটাররা অনেক সুবিধা পায়। আমার ম্যাচ টেম্পারমেন্ট ওদের চেয়ে অনেক কম। কারণ ওরা অনেক অভিজ্ঞ। সেই হিসেবে বলব আমি ওনাদের বিপক্ষে ভাল লড়াই করেছি। যে পদকটা পেয়েছি, তাতে আমি অবশ্যই খুশি। আন্তর্জাতিক পর্যায়ে এটাই আমার প্রথম ব্যাক্তিগত পদক।”
“গোল্ড পেলে উচ্ছ্বাসটা আলাদাই থাকতো। যেহেতু এখনও পর্যন্ত মেয়েদের পিস্তলে এসএ গেমস থেকে সোনা আসেনি। আশা করেছিলাম যদি পারি, তাহলে টিমের জন্য ভালো। তবে যা করেছি তাতে আমি খুশি।”
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)