জিতেই খুশি বাংলাদেশ কোচ ডে
কাঠমান্ডু থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2019 12:33 AM BdST Updated: 06 Dec 2019 12:33 AM BdST
-
ফাইল ছবি
অবশেষে জয়ের দেখা পাওয়া গেছে বলেই খুশি বাংলাদেশ কোচ জেমি ডে। দক্ষিণ এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে গোলের সুযোগ নষ্ট হলেও হতাশ নন তিনি।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বৃহস্পতিবার মাহবুবুর রহমান সুফিলের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ।
৩৪তম মিনিটে সুফিলের ক্রসে সাদউদ্দিন লক্ষ্যভেদ করতে পারেননি। এরপরই বিশ্বনাথ ঘোষ সুযোগ নষ্ট করেন গোলরক্ষককে একা পেয়েও। ৮০তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিম গোলরক্ষকে একা পেলেও ব্যবধান বাড়াতে পারেননি। শেষ মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ নষ্ট করেন সাদউদ্দিন।
তিন ম্যাচে ১টি করে জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারানো ভুটান তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। স্বাগতিক নেপাল দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শ্রীলঙ্কা ও মালদ্বীপের পয়েন্ট ২ করে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় আগামী রোববার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনাল খেলতে হলে এ ম্যাচে বাংলাদেশকে জিততে হবে, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। গোল ব্যবধানও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে শ্রীলঙ্কা ম্যাচে বেশি গোল না পেলেও খুশি কোচ।
“ছেলেদের আজকের পারফরম্যান্সে খুশি। ম্যাচের শেষ দিকে কিছু সুযোগ নষ্ট না হলে আমরা আরও বেশি ব্যবধানে জিততে পারতাম। কিন্তু আমি ছেলেদেরকে এজন্য দোষ দিব না। কেননা তারা সারা বছর খেলার মধ্যে আছে।”
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম