ফুটবলে অবশেষে জিতল বাংলাদেশ

হারে শুরু। দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খোয়ানো। দক্ষিণ এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে অবশেষে বাংলাদেশ জয়ের দেখা পেল তৃতীয় ম্যাচে এসে।

ক্রীড়া প্রতিবেদককাঠমান্ডু থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 01:51 PM
Updated : 5 Dec 2019, 02:30 PM

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বৃহস্পতিবার মাহবুবুর রহমান সুফিলের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ।

তিন ম্যাচে ১টি করে জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। কষ্টের জয়ে সোনার পদক জেতার আশাও টিকে থাকল দলের।

অন্য ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারানো ভুটান তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। স্বাগতিক নেপাল দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শ্রীলঙ্কা ও মালদ্বীপের পয়েন্ট ২ করে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় আগামী রোববার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

সুফিলের গোলে একাদশ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে জামাল ভূইয়ার ক্রস নিয়ন্ত্রণে নেওয়া সাদউদ্দিনকে আটকাতে গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। দ্রুত ব্যাক পাসে সাদ বলে বাড়িয়ে দেন সুফিলকে। ফাঁকা পোস্টে সহজেই লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

দারুণ শুরু পাওয়া বাংলাদেশ ব্যবধান দ্বিগুণের ভালো সুযোগ পেয়েছিল ৩৪তম মিনিটে। কিন্তু সুফিলের ক্রসে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের জালে গোল করা সাদের জোরালো শট সুজন পেরেরা ঝাঁপিয়ে পড়ে ফেরান। এরপরই গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ ঘোষ।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নাভীন নিকোলাসের ব্যাকভলি আনিসুর রহমান জিকো ফেরালে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে বেশ চাপে রাখে সমতায় ফিরতে মরিয়া শ্রীলঙ্কা। কিন্তু জালের নাগাল পায়নি। ৮০তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিম গোলরক্ষকে একা পেলেও ব্যবধান বাড়াতে পারেননি।