জোসে মরিনিয়ো দায়িত্ব নেওয়ার পর থেকে যেন নিজেদের খুঁজে পেয়েছিল টটেনহ্যাম হটস্পার। তুলে নিয়েছিল টানা তিন জয়। মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোলে সেই দলকেই হারিয়ে জয়ের পথে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড।
Published : 05 Dec 2019, 02:33 AM
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল।
শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর গত রোববার অ্যাস্টন ভিলার সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করেছিল ইউনাইটেড।
আক্রমণাত্মক ফুটবলে শুরুটা দুর্দান্ত করে ইউনাইটেড। ষষ্ঠ মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন র্যাশফোর্ড। সতীর্থের ব্যাকপাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড। বল গোলরক্ষকের হাতে লেগে পোস্ট ছুঁয়ে জালে জড়ায়।
৩৯তম মিনিটে ডেলে আলির নৈপুণ্যে সমতায় ফেরে টটেনহ্যাম। ছোট ডি-বক্সের মুখে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে থেকে অসাধারণ দক্ষতায় প্রথম ছোঁয়ায় বল নিয়ে কোনাকুনি শটে গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে র্যাশফোর্ডের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। শুরু থেকে দারুণ খেলতে থাকা এই ফরোয়ার্ড ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল স্বাগতিকরা।
১৫ ম্যাচে পাঁচ জয় ও ছয় ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে সাতে নেমে গেছে ক্রিস্টাল প্যালেস।
ওয়াটফোর্ডের বিপক্ষে ২-০ গোলে জেতা লেস্টার সিটি ৩৫ পয়েন্ট নিয়ে ফিরেছে দুই নম্বরে। তৃতীয় স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২।
আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জেতা চেলসি ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।