র্যাশফোর্ডের জোড়া গোলে টটেনহ্যামকে হারাল ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2019 03:33 AM BdST Updated: 05 Dec 2019 04:52 AM BdST
জোসে মরিনিয়ো দায়িত্ব নেওয়ার পর থেকে যেন নিজেদের খুঁজে পেয়েছিল টটেনহ্যাম হটস্পার। তুলে নিয়েছিল টানা তিন জয়। মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোলে সেই দলকেই হারিয়ে জয়ের পথে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড।
Related Stories
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল।
শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর গত রোববার অ্যাস্টন ভিলার সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করেছিল ইউনাইটেড।
আক্রমণাত্মক ফুটবলে শুরুটা দুর্দান্ত করে ইউনাইটেড। ষষ্ঠ মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন র্যাশফোর্ড। সতীর্থের ব্যাকপাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড। বল গোলরক্ষকের হাতে লেগে পোস্ট ছুঁয়ে জালে জড়ায়।

৩৯তম মিনিটে ডেলে আলির নৈপুণ্যে সমতায় ফেরে টটেনহ্যাম। ছোট ডি-বক্সের মুখে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে থেকে অসাধারণ দক্ষতায় প্রথম ছোঁয়ায় বল নিয়ে কোনাকুনি শটে গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে র্যাশফোর্ডের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। শুরু থেকে দারুণ খেলতে থাকা এই ফরোয়ার্ড ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল স্বাগতিকরা।

১৫ ম্যাচে পাঁচ জয় ও ছয় ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে সাতে নেমে গেছে ক্রিস্টাল প্যালেস।
ওয়াটফোর্ডের বিপক্ষে ২-০ গোলে জেতা লেস্টার সিটি ৩৫ পয়েন্ট নিয়ে ফিরেছে দুই নম্বরে। তৃতীয় স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২।
আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জেতা চেলসি ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
-
আরও একবার উইম্বলডন খেলার আশায় ফেদেরার
-
৬ মাস পেছাল আফ্রিকান নেশন্স কাপ
-
'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'
-
এমবাপেকে আমরা শূলে চড়াতে পারি না: মদ্রিচ
-
৮ গোলের ম্যাচে শেখ রাসেলের জয়
-
উদ্দ্বীপ্ত সাইফ স্পোর্টিংয়ে ধরাশায়ী আবাহনী
-
ওতাবেকের জোড়া গোলে জয়ে ফিরল শেখ জামাল
-
‘ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সার’
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে