১ সোনা, ২ রুপা ও ১৩ ব্রোঞ্জের দিন
কাঠমান্ডু থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2019 07:49 PM BdST Updated: 03 Dec 2019 09:36 PM BdST
এসএ গেমসে আনন্দ-বিষাদ মিলিয়ে মোটামুটি একটা দিন কাটল বাংলাদেশের। প্রথম সোনা জয়ের আনন্দ ছিল। প্রাপ্তির তালিকায় ছিল রুপা, ব্রোঞ্জ। শেষ বিকেলে ফুটবলে হেরে যাওয়ার বিষাদও সঙ্গী। সব মিলিয়ে বাংলাদেশের অ্যাথলেটদের এ পর্যন্ত অর্জন ১টি সোনা, ২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ ১৬টি পদক।
তায়কোয়ান্দোয় সকালেই মিলেছিল সোনার দেখা। সাতদোবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে সোমবার ২৯ (প্লাস) বয়সীদের ইভেন্ট পুমসে বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দেন দিপু চাকমা। পরে পুমসে পেয়ারে মৌসুমী আক্তারকে নিয়ে ব্রোঞ্জ পান দিপু।

দিপুর আগেই বাংলাদেশকে প্রথম পদকের স্বাদ এনে দেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতের মেয়েদের ইনডিভিজ্যুয়াল কাতা ইভেন্ট থেকে ব্রোঞ্জ পান অন্তরা। ছেলেদের ইনডিভিজ্যুয়াল কাতায় ব্রোঞ্জ জেতেন হাসান খান সানও। ছেলে ও মেয়েদের দলীয় কাতা থেকেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।
পুরুষ একক কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজিতে মোস্তফা কামাল,মেয়েদের একক কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজিতে মাউনজেরা বর্ণা রুপা জিতেন। এছাড়া পুরুষ অনূর্ধ্ব-৮৪ কেজি কুমিতে মোহাম্মদ রমজান, ৮৪ (প্লাস) কেজিতে আতিকুর রহমান, মেয়েদের অনূর্ধ্ব-৫০ কেজিতে ফাহমিদা আক্তার ব্রোঞ্জ পেয়েছেন।

শেষ বিকেলে হতাশ করে ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নিষ্প্রাণ খেলে ভুটানের কাছে ১-০ গোলে হারে জেমি ডের দল। ৬৫তম মিনিটে ভুটানের ফরোয়ার্ড চেনচো গেইলশেনের করা গোলটি আর শোধ করতে পারেননি জামাল-জীবনরা। অনেক প্রত্যাশার ফানুস উড়িয়ে হার নিয়ে মাঠ ছাড়ে দল।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম